দেশ দুনিয়া নিউজ
সাতক্ষীরায় মোটরসাইকেল-মাইক্রো সংঘর্ষ, নিহত ২
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সাতক্ষীরায় মোটরসাইকেলের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ কিশোর নিহত হয়েছে।
নিহতরা হলেন পাটকেলঘাটা থানার শাকদহ গ্রামের মাদার মণ্ডলের ছেলে আশীষ কুমার মণ্ডল (১৭) ও একই গ্রামের শিবপদ মণ্ডলের ছেলে মুকুন্দ কুমার মণ্ডল (১৯)। আশীষ পাটকেলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আর মুকুন্দ ইসলামকাটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পাটকেলঘাটার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শনিবার রাত সাড়ে ১১টার দিকে তারা নিহত হন বলে পুলিশ জানিয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, মির্জাপুর এলাকা থেকে আশীষ ও মুকুন্দ একটি মোটরসাইকেলে করে পাটকেলঘাটার দিকে আসছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। এলাকাবাসী তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারা মারা যান।
পুলিশ গাড়ি দুটি জব্দ করলেও মাইক্রোবাসের চালককে ধরতে পারেনি।
সাতক্ষীরায় মোটরসাইকেল-মাইক্রো সংঘর্ষ, নিহত ২
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a7%a8/
0 Comments