দেশ দুনিয়া নিউজ
পরশুরামে ইশা ছাত্র আন্দোলনের লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: পরশুরামে ইশা ছাত্র আন্দোলন করেনা সচেতনতায় লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস রূপ নিয়েছে মহামারীতে। নিরাপদ নয় বাংলাদেশ, নিরাপদ নয় প্রিয় উপজেলা পরশুরামও। এ পরিস্থিতিতে প্রয়োজন জনসচেতনতার৷ প্রয়োজন সতর্কতার৷ আজ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় পরশুরাম বাজারের গুরুত্বরুর্ন সব সড়কে পথচারী, ব্যবসায়ী, হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকের রুগীসহ পরশুরামবাসীর মাঝে “ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন” পরশুরাম উপজেলা শাখার উদ্যোগে বিতরণ করা হয় লিফলেট, মাস্ক ও সাবান৷ অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হয়। ব্যবসায়ীদেরকে উদ্ভুদ্ধ করা হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য।
আরো পড়ুন: করোনা: ইশা ছাত্র আন্দোলন বিরিঞ্চি শাখার স্প্রে কর্মসূচি
গুজবে কান না দিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এ সংকট ও মহামারি থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি ও বিশেষজ্ঞদের নির্দেশনা যথাযথভাবে অনুস্বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পরশুরাম উপজেলার জয়েন্ট সেক্রেটারী মুহাম্মদ নুরুন নবী ভূঁইয়া, ইসলামী যুব আন্দোলন পরশুরাম উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, যুব কল্যাণ বিষয়ক সম্পাদক জুনায়েদ হোসাইন৷ আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পরশুরাম উপজেলার সাবেক সাধারন সম্পাদক এম সাইফুল, বর্তমান সভাপতি মুহাম্মদ ওসামা আল-হোসাইন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ নুর হোসেন, অর্থ সম্পাদক ওমর ফারুক, ক্বওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ আসাদুল ইসলাম৷ বার্তা প্রেরক: মুহাঃ আজীম উদ্দিন প্রচার সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পরশুরাম উপজেলা।
পরশুরামে ইশা ছাত্র আন্দোলনের লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b/
0 Comments