Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়া জেলার একটি সেনা ছাউনিতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় সেনা সদস্যসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বন্দুকধারীরা নগরীর আল-রাদওয়ানিয়া এলাকায় চারটি গাড়িতে করে এসে হামলাটি চালায় বলে সোমবার দেশটির পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও ইরাক সরকার এটি আইএস জঙ্গিদের হামলা বলে দাবি করছে। এর আগে রোববার সকালে ইরাকের সেনাবাহিনী দেশটির পাহাড়ঘেরা উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে আইএস জঙ্গি নির্মূলে চিরুনি অভিযান চালিয়েছিল। ওই দমন অভিযানের জবাবে ওই হামলা হয়ে থাকতে পারে বলে নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন। উল্লেখ্য ২০১৪ সালে ইরাকে আইএসের উত্থান ঘটে। রাজধানী বাগদাদের উপকণ্ঠে কয়েকটি এলাকা, উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় কিছু বড় শহর সেই সময় তাদের দখলে চলে যায়। ২০১৭ সালে মার্কিন মিত্রবাহিনীর সহায়তায় আইএসকে পরাজিত করে ইরাকি সেনাবাহিনী। দেশ দুনিয়া নিউজ /এন এন source https://deshdunianews.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a6%e
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে সদর উপজেলার রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচ জন। নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮) এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে ফঁড়ির এসআই মতিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার ও বাসের সুপারভাইজার নিহত হয়। আহত হয় অন্তত পাঁচজন। নিহতদের লাশ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দেশ দুনিয়া নিউজ /এন এন source https://deshdunianews.com/%e0%a6%9f%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন। নির্বাচনের আগে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশকিছু নীতি পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। আর নির্বাচনে জয়ী হয়ে প্রথম দিনেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৩টি দেশের ওপর ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৭ সালে দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই প্রেসিডেন্টের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে ৭টি মুসলিম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ডোনাল্ড ট্রাম্প। পরে আরও কয়েকটি দেশের ওপর এ নির্দেশ জারি করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বেশিরভাগই আফ্রিকার।’ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমার। এসব মুসলিম প্রধান দেশের উপর ট্রাম্প যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই বাতিল করবেন বলে জানিয়েছেন। গত অক্টোবরে জো বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র থেকে সকল ঘৃণা দূর
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের অর্থমন্ত্রী বেরাত আল-বাইরাক পদত্যাগ করেছেন। দেশের অর্থনৈতিক সংকট যখন বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে এবং দেশটির মুদ্রা দিন দিন মান হারাচ্ছে তখন তিনি পদত্যাগ করলেন। তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জামাতা। রবিবার স্বাস্থ্যগত কারণ তুলে ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি। ২০১৮ সাল থেকে আল-বিরাক তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। পদত্যাগ সম্পর্কে আল-বাইরাক বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি যে, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখব না।” এমন একটা সময়ে তার পদত্যাগের খবর এসেছে, যখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে বরখাস্ত করে সাবেক অর্থমন্ত্রী নাসি আগবালকে সেখানে বসানো হয়েছে। তুর্কি মুদ্রার লিরার দরপতন ঠেকাতে ব্যর্থতার জন্য তাকে বরখাস্ত করা হয়। উল্লেখ্য চলতি বছর তুরস্কের মুদ্রার দাম শতকরা ৩০ ভাগ কমে গেছে। করোনাভাইরাসের মহামারীর কারণে তুর্কি অর্থনীতি এই সংকটের মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন। দেশ দুনিয়া নিউজ /এন এন source https://deshdunianews.com/%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসের প্রকোপ থামছে না। এরই মধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৭ লাখ ২৮ হাজার ৮৯১ জনে। মৃত্যু হয়েছে ১২ লাখ ৬১ হাজার ৯৭১ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পৌনে ৫ লাখ মানুষ। মারা গেছেন ৫ হাজার ৮৩৯ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৪০ হাজারের বেশি মানুষ। করোনা শনাক্তের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৫৩ হাজার ৮৬৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৬৫৩ জন। তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৬ লাখ ৬৪ হাজার ১১৫ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৯৭ জনের। চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ লাখ ৮৭
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন । আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির জানায়, জো বাইডেন অর্থনীতি, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। এদিকে দ্য বাইডেন টিম জানায়, প্রত্যেক মার্কিনের নিয়মিত ও বিনা মূল্যে পরীক্ষা নিশ্চিত করা হবে। বিভিন্ন কমিউনিটিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সহায়ক নির্দেশিকা দেওয়া হবে। বাইডেন মাস্ক পরা বাধ্যতামূলক করতে নিয়ম জারি করতে চান। বাইডেন জানান, মাস্ক পরলে হাজারো প্রাণ বাঁচবে। বাইডেন ঘরের বাইরে জনসমাগমস্থলে গেলে প্রত্যেক মার্কিনকে মাস্ক পরতে আহ্বান জানানোর পরিকল্পনা করেছেন। তিনি চান অঙ্গরাজ্যের গভর্নররা এবং স্থানীয় কর্তৃপক্ষ এটি বাধ্যতামূলক করবে। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুসারে বাংলাদেশ সময় সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৯৯ লাখ ৬১ হাজার ৩২৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৭ হাজার ৫৬৬ জন। দেশ দুনিয়া নিউজ /এন এন source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a6%be%e0%
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছে সৌদি আরব। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় একটু দেরিতেই বাইডেনকে অভিনন্দন জানালো ট্রাম্প প্রশাসনের অন্যতম ঘনিষ্ঠ এ দেশটি। বাইডেনের জয় সুনিশ্চিত হওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। সে তুলনায় বেশ নীরব ছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। শেষ পর্যন্ত জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানান সৌদি বাদশাহ সালমান ও তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এ সময় তারা দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে রিয়াদের আগ্রহের কথা জানান। উল্লেখ্য গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। করোনা মহামারির কারণে এবার রেকর্ড ১০ কোটির বেশি আগাম ভোট পড়েছে। যার বেশিরভাগই ডাকযোগের ভোট। বিভিন্ন রাজ্যে ভোটগ্রহণ ও গণনার সময় ভিন্ন হওয়ার কারণে ২০০০ সালের পর ভোট গণনায় এবারই সবচেয়ে বেশি বিলম্ব হয়েছে। কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট সেটা জানার জন্য চার দিন অপেক্ষা করতে হয়েছ