Posts
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: যশোরের ঝিকরগাছায় ৪ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুকে (১৯) আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের স্বামী প্রদিপ (২৪) কে আটক করেছে। মঙ্গলবার রাত ৩টার দিকে ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পুতুল রানীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় বুধবার সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান। মৃত্যুর আগে নিহত পুতুল বলে গেছেন স্বামী প্রদীপ তার শরীরে আগুন দিয়েছিলেন। প্রদীপও আগুনে সামান্য দগ্ধ হয়েছেন। তিনি পুলিশি প্রহরায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ তাকে আটক করেছেন। প্রতিবেশী রফিউদ্দিন জানিয়েছেন, রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের ঝগড়া হচ্ছিল। তাদের চিৎকার শুনে বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এসময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঝগড়ার কারণে প্রদীপ তার স্ত্রীর শরীরে আগুন লাগিয়ে দিয়েছে তাদের অভিযোগ। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আহমেদ তারেক শামস চৌধুরী
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: শায়খুত তাফসীর, মুনাযিরে আজম, বরেণ্য আলেমেদ্বীন, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী হাফিজাহুল্লাহর পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা কামনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। আজ (৪ নভেম্বর) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী আমাদের সকলের জন্য ছায়া স্বরূপ। তিনি দলমত নির্বিশেষে ইসলামপ্রিয় সকল মানুষের প্রিয় ব্যক্তি। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য নেয়ামত স্বরূপ। পীর সাহেব চরমোনাই নিজেও বিশেষভাবে আল্লাহর কাছে ওলিপুরীর আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করেছেন এবং দেশের সকল ইসলাম প্রিয় মানুষকে দোয়া করতে আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী অসুস্থাবস্থায় বর্তমানে ঢাকা এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%93%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%a4%e0%a6%be/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ঐতিহ্যগত সব ধর্মের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করছি। কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা যাবে না। বুধবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। কাদের বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি- সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মতলবি-মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা সামাজিক শান্তি, স্বস্তি এবং আমাদের ঐতিহ্যগত সব ধর্মের মানুষের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নষ্ট করতে চায়। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ। সেতুমন্ত্রী বলেন, সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম এবং কুমিল্লার মুরাদনগরে দুটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। হতে হবে পরধর্ম সহিষ্ণু। কেউ কারও ধর্মবিশ্বাসে আঘাত করে বা কটাক্ষ করে পোস্ট দেয়া প্রত্যাশিত নয়। এ ধরনের উসকানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। উসকানিমূলক কিছু নজরে এলে আইন নিজের হাত
দেশ দুনিয়া নিউজ ডেস্ক কুমিল্লার মুরাদনগর ও লালমনিরহাটের বুড়িমারির ঘটনায় ঢাকার শাহবাগে বাম সংগঠনগুলো মশাল মিছিল করে। মিছিল থেকে হেফাজতে ইসলাম নিয়ে বামদের বিভিন্ন রকম উস্কানিমূলক-কটুক্তিমূলক ও সহিংস শ্লোগান দিতে দেখা গেছে। বামদের শ্লোগানের ভাষাগুলো ছিল যেরকম, ‘‘মৌলবাদকে ধোলাই করো, বাঁশের লাঠি তৈরি করো’’, ‘‘মৌলবাদিরা পাকিস্তানি, জানি জানি সবাই জানি’’, ‘‘হেফাজতে ইসলাম, মেড ইন পাকিস্তান’’, ‘‘জ্বালিয়ে পুড়িয়ে গুঁড়িয়ে দাও, হেফাজতের আস্তানা’’, মৌলবাদ যেখানে, লড়াই হবে সেখানে’’ এ জাতীয়সহ সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও তারা বিভিন্ন শ্লোগান দেয়। বামরা এই মিছিলের ভিডিও ফেসবুকে আপলোড করেছে, অনেকেই হেফাজতে ইসলামের বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদ জানিয়েছেন ফেসবুক কমেন্টের মাধ্যমে। ফেসবুক কমেন্টের মাধ্যমে অনেকেই বলেছেন, মুষ্ঠিময় কয়েকজন নাস্তিক ইসলাম ও ইসলামী দলের কোনো ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। মিছিলে অংশ নেওয়া একজন নারী তাদের এই মিছিল সম্বন্ধে আলো ছড়িয়ে দেবার মিছিল দাবি করে মন্তব্য করলেও স্লোগানের অনেকটা অংশ ছিল বাংলাদেশের আলেম ও মাদ্রাসা পড়ুয়াদের বিরুদ্ধে সহিংতাপূর্ণ। মিছিলে হেফাজত ও হুজুর
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় সিএনজি অটোরিক্সা ও টমটম চালকেদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৭টি গাড়ী ভাংচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। (৪ নভেম্বর) বুধবার দূপুরে কুলাউড়া থানার সামনে সিএনজি অটোরিক্সা চালক ও মালিক সমিতির মানব বন্ধন চলাকালে টমটম চালকদের সাথে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানায়, শহরে টমটম রিক্সা না চালানোর দাবিতে মানব বন্ধন করছিল সিএনজি চালকরা। এ সময় টমটম নিয়ে যাবার সময় সিএনজি চালকরা হামলা চালায়। পরবর্তীতে সিএনজি চালকরা শহরের বিভিন্ন গলিতে ঢুকে আট থেকে দশটি অটোরিকশা ভাঙচুর করে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। Source source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকা থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ মো. জহুরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে (র্যাব-১২)। মঙ্গলবার (০৩ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম (২৮) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের জিন্নত আলীর ছেলে বলে জানা গেছে। র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় মো. জহুরুল ইসলামকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবত উত্তরাঞ্চল থেকে ফেনসিডিল এনে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। গ্রেপ্তারকৃত জহুরুলের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে মির্জাপুর থানায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতকে বুধবার সকালে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। Source source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: কোভিড-১৯ পজিটিভ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন দেশের জনপ্রিয় টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। বুধবার (০৪ নভেম্বর) খবরটি নিশ্চিত করেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি এই অভিনেতার চিকিৎসার বিষয়ে সার্বিক উদ্যোগ নিচ্ছিলেন শুরু থেকে। আরিয়ান জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরে জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন। আরিয়ান বলেন, ‘এখন আসলে সবার কাছে দোয়া চাই। বাকিটা তো চিকিৎসকরা দেখছেন। আমরা সবাই আছি উনার সঙ্গে, হাসপাতালে। ইনশাল্লাহ মেঘ কেটে যাবে।’ Source source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87/