Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: প্রস্তাবিত স্থানীয় সরকার নির্বাচন আইনে ইসি তিনটি পার্বত্য জেলাকে বাংলাদেশের সংজ্ঞার বাইরে রাখতে চায় বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। এরআগে গতকাল রোববার প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন, ২০২০ এর বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করে নির্বাচন কমিশনে ৬৬ পৃষ্ঠার একটি চিঠি জমা দিয়েছে দলটি। প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইনে বিষয়ে বিএনপির পরামর্শ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পার্বত্য বান্দরবান জেলা পরিষদ আইন, পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ আইন, পার্বত্য রাঙ্গামাটি জেলা পরিষদ আইন এবং পার্বত্য জেলা আঞ্চলিক পরিষদ আইন এর আদৌ কোন উল্লেখ নেই। এতে প্রতীয়মান হয় যে, নির্বাচন কমিশন এইসব আইনের নির্বাচন পরিচালনা বিষয়ক বিধানাবলী পরিবর্তন না করেই তাদের উপর নতুন আইন চাপিয়ে দিতে চায় অথবা নির্বাচন কমিশন এই তিনটি পার্বত্য জেলাকে সমগ্র বাংলাদেশের সংজ্ঞার বাইরে রাখতে চায়। এর কোনটাই গ্রহণযোগ্য নয়। দেশের সংবিধান এবং প্রচলিত অন্যা
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় নিষিদ্ধ ঘোষিত জেএমবির সক্রিয় সদস্য শহিদুল ইসলামকে (৪৮) আটক করেছে র‌্যাব-১৪। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট ও একটি মোবাইল উদ্ধার করা হয়। রোববার রাতে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক শহিদুল ইসলাম মুক্তাগাছা উপজেলার বিন্নাকুড়ি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিন্নাকুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিন্নাকুড়ি গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের পর শহিদুলের বাড়িতে অভিযান চালালে দৌড়ে পালানোর সময় শহিদুলকে আটক করে র‌্যাব-১৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন উগ্রবাদী বক্তার বয়ান শুনে উগ্রবাদের প্রতি উদ্ভূদ্ধ হন ও জেএমবির সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠেন।     Source source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a7%9f%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: সুন্দর পরিবেশ নষ্ট করে একটি মহল দেশে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে মহলটি সরকারের সমালোচনা করছে বলে জানান তিনি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন। উন্নয়নের গতি পছন্দ হয় না বলেই একটি মহল দেশে সংঘাত সৃষ্টির অপচেষ্টা করছে মন্তব্য করে বঙ্গবন্ধুকন্যা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশ সামনের দিকে এগিয়ে গেলে তাদের খুব কষ্ট হয়। এটা তো আমরা বুঝি। সামনে এগোতে গেলেই এই শ্রেণির মানুষদের খুব কষ্ট হয়। কিন্তু আমরা দেশ স্বাধীন করেছি। তাদের যত কষ্টই হোক, দেশকে স্বনির্ভর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। প্রধানমন্ত্রী আরও বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করে সংঘাত তৈরির জন্য কেউ কেউ বক্তব্য দেবে। আর তাদের ধরলে সেটা হবে বাকস্বাধীনতা হরণ করা? এটা তো হয় না। ‘কিন্তু একটা শ্রেণি তো আছেই, যাদের চিন্তাটাই হলো এই ধরনের। অর্থাৎ সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা সরকারের ক্ষতি করা। মানুষের জীবন নিয়ে তাদের কোনো চিন্তাই নেই। তাদের অন্য একটা উদ্দেশ
দেশ দুনিয়া নিউজ ডেস্ক:    মিছিলে মিছিলে নবি প্রেমিক তাওহিদি জনতা অংশ নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত রাজধানীর রাজপথ। সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী। ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচিতে বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার ‌পর পুলিশের বাধার মুখে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমরা আপনাদের অনুরোধ রক্ষার্থে এবার এখানেই থেমে গেলাম। তবে আগামী কর্মসূচিতে আমরা থামবো না। ফ্রান্সের দূতাবাস টুকরো টুকরো করে ছাড়বো ইনশা আল্লাহ। তিনি বলেন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করতে হবে। হেফাজতে ইসলামের অন্যান্য দাবিগুলো মেনে নিতে হবে। জেনা-ব্যভিচার তথা ধর্ষণের শাস্তি প্রয়োগ করতে হবে। প্রকাশ্যে হত্যা ও বেত্রাঘাত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে‌ আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, মসজিদের শহর ঢাকা থেকে ভাষ্কর্যের নামে স্থাপনকৃত সকল মূর্তি অপসারণ করতে হবে। হেফাজতে ইসলামের আন্দোলন মূর্তি অপসারণের আন্দোলন। তিনি আরো বলেন, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
দেশ দুনিয়া নিউজ ডেস্ক:   চাঁপাইনবাবগঞ্জে বখাটে উত্যক্ত করায় আফসানা আকতার আঁখী (১৯) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মৃত ব্যাক্তি শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। ১ নভেম্বর রোববার দুুপুর পৌনে ২ টার দিকে জেলা শহরের শাহিবাগ মহল্লার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তার পিতা আইউব আলী অটোরিক্সা চালক। পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আঁখীর বড় ভাই মো. সেলিম জানান, তার বোনকে দীর্ঘদিন থেকেই উত্যক্ত করে আসছিল শহরের রামকৃষ্টপুর মহল্লার ভেম সুমনের ছোট ভাই মো. রিমন নামে এক বখাটে।১ নভেম্বর রোববার দুপুরে আবারও রিমন তাঁকে উত্যক্ত করে ও নোংরামি কথাবার্তা বলে। এতে ক্ষোভে ও দুঃখে আঁখি দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে তার সারাশব্দ না পেলে পরিবারের লোকজনের সন্দেহ হলে দুপুর পৌনে ২টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে।সাথে সাথে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছ
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ভিসার মেয়াদ বাড়ানো ও মালয়েশিয়ায় ফেরার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কয়েক শ’ প্রবাসী। আজ সোমবার সকাল ১০টা থেকে তারা সেখানে অবস্থান করছেন। এ কারণে মন্ত্রণালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রবাসীরা। মালয়েশিয়া প্রবাসীরা জানান, তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ডিসেম্বর মাস আসতে আসতে শতকরা ৯০ ভাগের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। তারা কয়েকটি দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব দাবির মধ্যে রয়েছে- ১. মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সহজ স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেয়া; ২. চার্টার্ড ফ্লাইটে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা; ৩. কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান; ৪. প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারকে বহন করতে হবে; ৫. ছুটিতে আটকে পড়া সব প্রবাসীকে নগদ অর্থ সহায়তা ও প্রণোদনা দেয়া; ৬. বিদেশে কারাগারে থাকা প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনকে আইনি
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আরব বিশ্বের প্রখ্যাত আলেম ও দাঈ শায়খ ইউসুফ কারজাবি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি প্রকৃত ভালবাসা সুন্নত অনুসরণের মধ্যে। কেউ ততক্ষণ পর্‌যন্ত প্রকৃত ইমানের স্বাদ আস্বাদন করতে পারবেনা, যতক্ষণ তার নিকট রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানুষ থেকে অধিক প্রিয় না হবেন। গতকাল রোববার (১ নভেম্বর) এক টুইট বার্তায় তিনি আরও বলেন, আমরা সবাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনেপ্রাণে ভালবাসি। আমরা বিশ্বাস করি, তাঁর প্রতি আমাদের এই ভালবাসা ইমানের অংশ। রাসূলের প্রতি ভালবাসা প্রকাশের সবচেয়ে বড় নিদর্শন হলো, তাঁর সুন্নতের অনুসরণ করা, তাঁর শরিয়তের সম্মান করা এবং কায়মনোবাক্যে তাঁর আদেশ-নিষেধ মেনে চলা। টুইট বার্তায় তিনি এ বিষয়টি বলেন।     Source source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%a4-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%87%e0%a6%87-%e0%a6%b0/