Posts

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়ায় চা বিক্রেতা নেছার উদ্দিনের চায়ের দোকানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। বুধবার বিকালে তার দোকান পুড়িয়ে দেয় চেয়ারম্যান সমর্থক দাবীদার বিক্ষুদ্ধ কিছু লোক। এর আগে চা বিক্রেতা নেছার উদ্দিনের কিল ঘুষিতে নাক ফেটে যায় চেয়ারম্যান আব্দুল কাদেরের। নেছার উদ্দিন মৌজা শাখাতি এলাকার মৃত ছকমল হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন থেকে নেছার উদ্দিনের সঙ্গে তার সহোদর ভাই ইয়াকুব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় ইয়াকুব আলী মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেন। ইউপি চেয়ারম্যান ওই বিষয়ে সালিশ বৈঠকের মাধ্যমে ১ লাখ ২০ হাজার টাকায় মীমাংসা করে দেন। বুধবার সেই টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু নেছার টাকা দেননি। দুপুরে উভয়কে ডেকে আবার সালিশ বৈঠকে বসেন চেয়ারম্যান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে নেছার উদ্দিন  চেয়ারম্যানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এতে চেয়ারম্যানের নাক ফেটে রক্ত ঝড়তে থাকে। উপস্থিত ইউপ...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বিখ্যাত সল্টলেক এফডি ব্লক পূজা মণ্ডপ বিধ্বংসী আগুনে পুড়ে ছাই। আগুন লাগার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইউনিট। আজ বুধবার স্থানীয় সময় ৬টা ২০ মিনিট নাগাদ মণ্ডপ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় মণ্ডপে কেউ ছিল না। দাউদাউ করে জ্বলে উঠা আগুন মুহূর্তেই গোটা মণ্ডপে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ৩টি দমকল ইউনিট পৌঁছায়। এরপর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যেই গোটা মণ্ডপ পুড়ে গিয়েছে। আজই দেবী বিসর্জনের কথা ছিল। দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ছিল। সেই ফুটেজের ভিত্তিতেই আগুন লাগার কারণ জানার চেষ্টা করা হবে বলে জানায় পুলিশ। খবর পেয়েই ঘটনাস্থলে গেছেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু। Source source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%87/
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: আজ বুধবার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার শেষ দিন। রাত পোহালেই আবার বাংলাদেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে যাবেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়। নতুন করে শুরু করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তার নিজ জেলা মাগুরায় আনন্দ মিছিল হয়েছে। এসময় করা হয়েছে মিষ্টি বিতরণ। এ বিষয়ে শহরের সাকিব ভক্ত মনিরুল ইসলাম বলেন, সাকিব মানেই বাংলাদেশ, সাকিব মানেই জয়। সাকিব না থাকায় বাংলাদেশ দলের অনেক ক্ষতি হয়েছে। তাই আমরা সাকিবের বীরের বেশে ফেরাকে সাধুবাদ জানাই। সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল বলেন, এতদিন সাকিব বাংলাদেশ দলের বাইরে ছিল। বুধবার তার নিষেধাজ্ঞার শেষ দিন। তাই সাকিব ভক্তরা খুব খুশি। এ খুশিতে সবাই আনন্দ উল্লাস করছে। আমি সাকিব ভক্তদের মিষ্টি মুখ করিয়েছি। সবাই সাকিবের জন্য দোয়া করবেন সে যেন আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য আরও সমৃদ্ধি বয়ে আনতে পারে। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আকসুকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। মূল শাস্তি ছিল দুই বছরের নিষেধাজ্ঞা, তবে এক বছরের নিষেধাজ্ঞা ছিল স্থগিত। Source source https://deshduniane...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক:   ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা)কে কটুক্তি এবং ব্যাঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে দীঘিনালা উপজেলায় মানববন্ধন কর্মসূচীসহ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮অক্টোবর) সকালে বঙ্গবন্ধু চত্বরে দীঘিনালা উপজেলা ঈমাম মুয়াজ্বিন ঐক্য পরিষদ এর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা জামালুল হাসান জামীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা অহিদুর রহমান, মাওলানা হাফেজ আবুল বাশার, বাস টার্মিনাল জামে মসজিদের ঈমাম মাওলানা রুহুল আমীন, ছােট মেরুং বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা হামীদুল্লাহ নােমান, বাবুছড়া বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা সিফাত উল্লাহ, আল আমীন যুব কাফেলার সভাপতি মােঃ মােবারক হােসেন মেম্বার, কবাখালী বাজার বায়তুল আমান জামে মসজিদের ঈমাম মাওলানা সিরাজুল ইসলাম,ইমা...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয় বারের চেয়ারম্যান আব্দুল কাদেরকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন নেছার উদ্দিন (৪০) নামে এক চা দোকানি। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে মদাতী ইউনিয়ন পরিষদে জমি নিয়ে সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চা দোকানি নেছার উদ্দিনকে আটক করেছে পুলিশ। তিনি মদাতী ইউনিয়নের বাবুডাঙ্গা এলাকার ছকমাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নেছার উদ্দিনের সঙ্গে তার ভাই ইয়াকুব আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। ওই ঘটনায় ইয়াকুব আলী মদাতী ইউনিয়ন পরিষদে অভিযোগ দেন। পরে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের সালিশ করে এক লাখ ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করে দেন। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদে অপর একটি সালিশ চালাকালে নেছার উদ্দিন চেয়ারম্যানকে ডেকে নেন। একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। নেছার উদ্দিন চেয়ারম্যান আব্দুল কাদেরকে কিল-ঘুষি মারেন। এতে চেয়ারম্যান আব্দুল কাদেরের নাক ফেটে রক্ত বের হয়। এ সময় ইউপি সদস্যরা আহত অবস্থায় চেয়ারম্যানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনার পর চেয়ারম্যানের লোকজন ...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়ের করা মামলাটি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হচ্ছে। বুধবার সন্ধ্যায় ধানমন্ডি থানার ওসি মো. ইকরাম আলী মিয়া বাংলাদেশ জার্নালকে বলেন, মামলাটি গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করার জন্য একটি আদেশ এসেছে। মামলাটি হস্তান্তর জন্য প্রস্তুতি চলছে । উল্লেখ্য, গত সোমবার ২৬ অক্টোবর সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা হয়। নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান সোমবার ভোরে মামলাটি করেছেন। মামলার আসামিরা হলেন, ইরফান সেলিম, তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানসহ অজ্ঞাত আরও দুই তিন জন। সোমবার মামলা দায়েরের পর দুপুরে র্যাব পুরান ঢাকায় চকবাজারের ২৬ দেবীদাস লেনে হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্...
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: এবার ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার ডা. জাকির নায়েক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে ফ্রান্সের সকল সেবা ও পণ্য বয়কট করতে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানান তিনি। ফেসবুক পোস্টে ডা. জাকির নায়েক বলেন, ‘মহানবি হজরত মুহাম্মদ সা. কে অবমাননার কারণে আমাদের সকলের উচিৎ ফ্রান্সের পণ্য ও সেবা বর্জন করা।’ এ সময় তিনি তার পোস্টে ফ্রান্সের বিভিন্ন পণ্য ও সেবাদানকারী কোম্পানির লোগো এবং তালিকা প্রকাশ করেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুসলমানদের কটাক্ষ করে নেতিবাচক মন্তব্য আর পদক্ষেপে রীতিমতো সরগরম মুসলিম বিশ্ব। এর আগে ম্যাক্রোঁর ইসলাম এবং মুসলমানবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফরাসি পণ্য বয়কটের জন্য তুরস্কের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। প্রথমবার পণ্য বয়কটের ডাক আসে কুয়েতের বিভিন্ন মার্কেট থেকে। কাতারের ব্যবসায়ীরা ফরাসি পণ্য দোকান থেকে বের করে ফেলে দিচ্ছেন, আবার কেউ কেউ সরিয়ে নিচ্ছেন। আবার অনেকেই নতুন অর্ডার বাতিল করেন। পাকিস্তা...