- মুহাম্মদ আবদুল হালীম
- ফেনী প্রতিনিধি:
আজ ১লা নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে কেন্দ্র ঘোষিত “১ কি:মি: পদযাত্রা” কর্মসূচি পালন করেছে ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা। আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে এই কর্মসূচি পালিত হয়।
পদযাত্রা আইএবি ফেনী জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু করে রেল গেইট,কলেজ রোড়, জেল রোড় ও বড় মসজিদ হয়ে ট্রাংক রোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয় ৷
ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সহ সভাপতি মাওলানা হারুন রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী সালাহুদ্দীন আইয়ুবীর সঞ্চালনায় পদযাত্রার পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আবদুর রহমান ফরহাদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা আলাউদ্দিন সাবেরী, ইশা ছাত্র আন্দোলন ফেনী জেলা সভাপতি মুহাম্মদ আতাউল্লাহ কবীর ভূঁইয়া ৷
সভাপতি মাওলানা হারুন রশিদ বলেন,
বর্তমান সমাজে যুবকদের মাঝে ইসলামী চেতনা বোধ না থাকার কারণে যুব সমাজের নীতি-নৈতিকতার চরম অবক্ষয় হয়েছে ৷ ফলে যে যুবক সমাজ, দেশ ও মানবতার কল্যাণে কাজ করার কথা ছিল তারা আজ মাদক,খুন ও ধর্ষণসহ সকল অন্যায় অপরাধে জড়িয়ে পড়েছে ৷ সমাজ বিনির্মানে প্রধান নিয়ামক শক্তি হচ্ছে যুব শক্তি। এজন্য যুবকদের চারিত্রিক ও রাজনৈতিক অবক্ষয় দেশ ও দশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং যুবকদের সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হলে দেশে শিক্ষিত বেকার কামাতে হবে। তাদেরকে উদ্যোক্তা হবার পথ তৈরি করে দিতে হবে। ক্ষমতার রাজনীতির জন্য যুবকদের ব্যবহার বন্ধ করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান সোলতানী, দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল শামীম, অর্থ সম্পাদক মাওলানা বেলাল হোসেন,প্রচার সম্পাদক মাওলানা আবদুল হালীম, প্রকাশনা সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন, শিল্প ও বানিজ্য সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সদর উপজেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন,সোনাগাজী উপজেলা সভাপতি মাওলানা জুনায়েদ হাবিব, ছাগলনাইয়া উপজেলা সভাপতি মাওলানা ইসমাইলসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ ৷
source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2/
0 Comments