দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ডেস্কঃ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। পেনসিলভানিয়ায় জয়লাভ করায় বেসরকারি ফলাফলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
পেনসিলভানিয়ার পর নেভাদা অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন ঝানু এই রাজনীতিক। প্রেসিডেন্ট হতে যেখানে ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয় ২৭০টি। তবে সংবাদমাধ্যম এপি-র প্রজেকশন বলছে, এরইমধ্যে বাইডেনের প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ২১৪।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেন বলেছেন, ‘অভূতপূর্ব বাধার মুখে রেকর্ড সংখ্যক আমেরিকান ভোট দিয়েছে। আবারও প্রমাণ হয়েছে, আমেরিকার অন্তরের গহীনে রয়েছে গণতন্ত্রের স্পন্দন।’
এক বিবৃতিতে ক্ষোভ আর তিক্ততাকে পেছনে ফেলে ঐক্যবদ্ধ জাতি গঠনের ডাক দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, ‘আমেরিকান জনগণ বিশ্বাস করে আমাকে এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যে দায়িত্ব দিয়েছে তাতে আমি আপ্লুত এবং সম্মানিত।’
তিনি বলেন, ‘প্রচার শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে ক্ষোভ ও তিক্ত বক্তব্যকে পেছনে ফেলে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’
এদিকে যুক্তরাষ্ট্রের প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস।
source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%a1%e0%a7%87/
0 Comments