ফলাফল প্রত্যাখ্যান, আইনি লড়াইয়ে যাবেন ট্রাম্প!

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৮৪ (এপির পূর্বাভাস অনুযায়ী) পেয়ে বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভিত্তিহীনভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়েছে।

ফলাফল প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা সবাই জানি কেন জো বাইডেনকে দ্রুত ভিত্তিহীনভাবে জয়ী ঘোষণা করা হচ্ছে, আর তার মিডিয়া মিত্ররা তাকে জোরালোভাবে সহায়তা করছে: তারা চায় না সত্য উন্মোচিত হোক। সাধারণ ঘটনা হলো এই নির্বাচন শেষ হওয়ার অনেক বাকি।’

সোমবার (৮ নভেম্বর) থেকে আইনি লড়াইয়ের জন্য মামলা দায়ের করতে যাচ্ছেন বলেও গণমাধ্যমকে বলেছেন ট্রাম্প। তিনি বলেন, নির্বাচনী আইনের প্রয়োগ এবং বৈধ প্রার্থীকে বিজয়ী ঘোষণার দাবিতে আগামী সোমবার থেকে আমাদের প্রচারণা দল মামলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

সাধারণত পরাজিত প্রার্থীদের ফলাফল মেনে নিতেই দেখা যায় যুক্তরাষ্ট্রে। গেল ২০১৬ প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল ঘোষণার পর দায়িত্ব গ্রহণের আগেই বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানিয়েছিলেন সেসময়ের প্রেসিডেন্ট বারাক ওবামা।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘অভূতপূর্ব বাধার মুখে রেকর্ড সংখ্যক আমেরিকান ভোট দিয়েছে। আবারও প্রমাণ হয়েছে, আমেরিকার অন্তরের গহীনে রয়েছে গণতন্ত্রের স্পন্দন।’

Source



source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%bf/

0 Comments