গুলশানে গৃহকর্মীকে পাশবিক নির্যাতনে শাস্তি দিতে হবে: আকন

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

গুলশানে গৃহকর্মীর উপর পাশবিক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও যথাযথ ক্ষতিপুরণ দাবি করেছেন ইসলামী শ্রমিক আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন।

আজ (৪ নভেম্বর)  বুধবার এক বিবৃতিতে অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, গুলশানে গৃহকর্তা ময়নুল হোসেন ও সুরমা বেগমের বাসার কাজের মেয়ে ৮ বছরের শিশু রিক্তার উপর পাশবিক নির্যাতন করে তার শরীরকে ক্ষতবিক্ষত করে। বর্বর যুগের কর্মকাণ্ড কেও হার মানিয়েছে  মানুষ নামের পশুগুলো।

তিনি গৃহকর্তা ময়নুল ও সুরমার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন এবং নির্যাতিত শিশু গৃহকর্মী রিক্তার উপযুক্ত ক্ষতিপুরণ দেয়ার দাবি জানান।

অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, গৃহকর্মীদেরকে বিভিন্ন কারণে অকারণে নির্যাতন করে এমনকি অনেক ক্ষেত্রে হত্যাও করা হয়। যা অত্যাচার নিন্দনীয়। বিচারহীনতার কারণে এ ধরনের অপকর্ম দিন দিন বেড়েই চলেছে। এমন পাষণ্ড নরপশু গৃহকর্তাদের বিচারের দাবি জানান তিনি।

 



source https://deshdunianews.com/%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%97%e0%a7%83%e0%a6%b9%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%bf/

0 Comments