দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
শালীন পোশাক পরিধান করার কথা বলে নোটিশ দেয়ার অজুহাতে জনস্বাস্থ্য ইনস্টিটিউট এর পরিচালক ডা. মোহাম্মদ আবদুর রহিমকে ওএসডি করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, এধরণের সিদ্ধান্ত চরম অমানবিক ও জুলুমের শামিল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আবদুর রহিম তার কার্যালয়ের পুরুষ মুসলিম কর্মচারীদের গোড়ালির ওপরে ও নারীদের হিজাবসহ গোড়ালির নিচে পর্যন্ত পোশাক পরার নির্দেশ দিয়ে তিনি কোন খারাপ কাজ করেননি। এ নির্দেশের ফলে ডা. আব্দুর রহীমকে ওএসডি করা মোটেও ঠিক হয়নি। এধরণের আচরণে দেশে ধর্ষণকে আরো উসকে দিবে। তাই ডা. মোহাম্মদ আব্দুর রহীমকে তার কর্মস্থলে অবিলম্বে পুনর্বহাল করতে হবে এবং তার বিরুদ্ধে ওএসডি’র সিদ্ধান্ত বাতিল করতে হবে।
উল্লেখ্য, গত (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক বলেছিলেন, অফিস চলার সময় জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সব কর্মকর্তা-কর্মচারীকে মুঠোফোনের শব্দ বা মুঠোফোন বন্ধ রাখতে হবে। ইনস্টিটিউটের পুরুষদের টাকনুর ওপরে এবং নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরতে হবে। একই সঙ্গে পর্দা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছিল।
পরদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এই পরিচালককে শোকজ নোটিশ (কারণ দর্শানোর নোটিশ) দেয়। সেদিনই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবারের দেওয়া নির্দেশ বাতিল করেন মুহাম্মদ আবদুর রহিম।
বুধবারের বিজ্ঞপ্তির উল্লেখ করে মুহাম্মদ আবদুর রহিম বলেছিলেন, ‘উক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে এই অনিচ্ছাকৃত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অন্তরের অন্তস্তল থেকে দুঃখ প্রকাশ করছি।
source https://deshdunianews.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%89%e0%a6%9f-%e0%a6%aa/
0 Comments