ইসরাইলি পণ্য বিক্রির অপরাধে কুয়েতে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
ইহুদিবাদী ইসরাইলি পণ্য বিক্রির অপরাধে কুয়েত প্রশাসন তাদের একটি সুপারস্টোর সিলগালা করে দিয়েছে। সূত্র: কুদস” ডটকম-(ডিপিএ)।

কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি আটটি স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে। যার মধ্যে একটি সরাসরি রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ “ইসরাইলি পণ্য” বিক্রির সাথে জড়িত ছিল। এ বিষয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে আইনি নোটিশ জারি করা হয়েছে।

গত রোববার কুয়েতবাণিজ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানায়। একটি গোয়েন্দা ইউনিট কুয়েত সিটির “শুয়াইখ”এলাকার একটি অটো পার্টস এর প্রতিষ্ঠানে অভিযান চালায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে বিক্রি নিষিদ্ধ “ইসরাইলি পণ্য” জব্দ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিপূর্বে সেখানকার একজন গ্রাহক গোয়েন্দা ইউনিটের কাছে এ মর্মে একটি অভিযোগ দায়ের করেছিল যে, “শুয়াইখ” শহরে অবস্থিত ওই প্রতিষ্ঠানটি সরাসরিভাবে নিষিদ্ধ “ইসরাইলি পণ্য” সরবরাহের কাজে জড়িত।

গোয়েন্দা সংস্থাটি এমন অভিযোগ পাওয়া মাত্রই তা আমলে নেয় এবং উক্ত প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। সেখানে তারা বিপুল পরিমাণে বিক্রি নিষিদ্ধ “ইসরাইলি পণ্যে”র সম্ভার নিশ্চিত করে।

যেসব ইসরাইলি পণ্য সেখানে ছিল, তার মধ্যে 77 টি পণ্য বোঝাই কার্টুন ও একটি ছোট আকারের “থার্মোস্ট্যাটস” বিশেষভাবে উল্লেখযোগ্য। বাকি সাতটি স্টোর সিলগালা করার কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়, তারা গ্রাহকের কাছে ভেজাল পণ্য সরবরাহের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের আইন লংঘন করেছে।

এসব স্টোরগুলোর মাঝে মৎস্য প্রতিষ্ঠান, খাবার হোটেল ও কিছু ফ্যাক্টরি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ সংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাণিজ্যিক প্রসিকিউশনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাদের স্টোর গুলো বন্ধ থাকবে।

“আল- কুদস ডটকম” থেকে সাজ্জাদ হোসাইন 



source https://deshdunianews.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0/

0 Comments