দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
ইসলামফোবিয়ার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলূদ জাউইশোগলু।
অস্ট্রিয়ার রাজধানীতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি ইসলামফোবিয়ার বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার আহ্বান জানান। এসংবাদ জানিয়েছে তুরস্কের আনাদোলু এজেন্সি।
গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাবার পর ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াই জারি রাখার আহ্বান জানিয়ে মাওলূদ জাউইশোগলু বলেন, ” বিশেষতঃ আমাদেরকে তাদের মতাদর্শকে ধ্বংস করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাওয়া প্রয়োজন যারা ইসলামকে , আমাদের শান্তির ধর্মকে অপমান করে । ”
মাওলূদ এদিন তুরস্কের দুই তুর্কি বংশোদ্ভূত বীর রজব তৈয়্যব গুলতেকিন ও মিকাইল ওজের যাঁরা নিজেদের প্রাণের পরোয়া না করে আহতদের সহযোগিতায় এগিয়ে গিয়েছিলেন তাঁদের ভূয়সি প্রসংসা করেছেন। তিনি বলেন, “আমাদের দুই ভাই সেটাই করেছে যেটা একজন মানুষের , একজন মুসলমানের ও তুর্কির করা উচিত।”
উল্লেখ্যঃ গত সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি সন্ত্রাসী হামলায় তিন জন নিহত ও দুইজন আহত হয়েছেন।
source https://deshdunianews.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b8/
0 Comments