দেশ দুনিয়া নিউজ ডেস্ক :
ফ্রান্সে হযরত মোহাম্মদ (স.) এর সম্মানহানীর প্রতিবাদে চুয়াডাঙ্গাতে গতকাল শুক্রবার বিকাল ৪.০০ ঘটিকায় ইসলামী আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসরের নামাজের পরে শহীদ হাসান চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরাস্তা মোড়ে সমাবেত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জনাব হাসানুজ্জামান সজিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সেক্রেটারী তুষার ইমরান, সহ-সভাপতি মোঃ জিনারুল ইসলাম উপদেষ্টা প্রভাষক আবুল হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন এর সেক্রেটারী মাও. সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহিব্বুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোঃ রোকনুজ্জামান। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. জহুরুল ইসলাম আজিজি।
বক্তারা বলেন, ফ্রান্সে সরকারের সহযোগিতায় বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এব্দো কর্তৃক বিশ্ব মানবতার শান্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্র প্রচার করে সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাকস্বাধীনতার নামে এমন জঘন্যতম অন্যায় কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্বনবীর অবমাননার ঘটনা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। যে কারণে ইতোমধ্যে সমগ্র বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মসুলমানরা তাদের নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালবাসে। বিশ্ব নবীর মর্যাদা রক্ষায় জীবন বিলিয়ে দিতেও পিছপা হয় না। এরই প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ও বানিজ্যিক সম্পর্ক বন্ধ করে এবং সংসদে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফ্রান্সকে উচিত শিক্ষা দিতে হবে।
ফ্রান্সের এমন নিকৃষ্টতম ঘটনায় আরব বিশ্বের নেতাদের নিরবতার সমালোচনা করে বলেন, আরব বিশ্বের মুসলিম নামধারী শাসকরা এখন বোবা শয়তানের ভূমিকা পালন করছে। ইসলাম ও মুসলমানদের সাথে বন্ধুত্বের পরিবর্তে ইউরোপের পা চাটা গোলামে পরিণত হয়েছে।
এছাড়াও বক্তারা বাংলাদেশের দুই বৃহৎ দল বিএনপি ও আওয়ামীলীগ এর সমালোচনা করে বলেন, বাংলাদেশের পক্ষে ফ্রান্সের বিরূদ্ধে প্রতিবাদের প্রথম সারিতে তাদের থাকার কথা ছিল। অথচ তারা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে কিন্তু গণমানুষের চাওয়া-পাওয়ার প্রতিফলন তাদের আচরণে প্রকাশ পায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের সাথে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ্।
source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%9a/
0 Comments