আজকেও ফ্রান্সকে বয়কটের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ

দেশ দুনিয়া নিউজ প্রতিনিধি

আজ ০১ নভেম্বর ২০২০ ধামরাই বাজারে স্থানীয় ইমাম খতীবদের উদ্যোগে ফ্রান্স বিরোধী বিক্ষোভের ডাক দেওয়া হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের মুসল্লীরা অংশগ্রহন করেন।

মিছিলটি ধামরাইয়ের খড়ারচর বাসষ্টান্ড মসজিদ থেকে শুরু হয়ে সুঙ্গর বাসষ্ট্যান্ড গিয়ে আবার খড়ার চর বাসষ্টান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুফতী আঃ রশিদ, মুফতি রফিকুল ইসলাম আজাদী, মাওলানা আফতাব হোসেন, মাওলানা মন্জুর হোসাইন

গফরগাঁও উলামা সমিতির বিক্ষোভ ও সমাবেশ

ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদের (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গফরগাঁও ওলামা সমিতি ।

রেলওয়ে ষ্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ইমামবাড়ি জামে মসজিদ সংলগ্ন ইমামবাড়ি ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

এসব বিক্ষোভ সমাবেশ থেকে ফ্রান্সের পন্য বয়কটের দাবি ওঠে ও নির্বিশেষে ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের।

 



source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/

0 Comments