দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা করলে সেটা নিশ্চয় আল্লাহর আরসে গৃহিত হবে বলে মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর প্রধান ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
আজ শনিবার সকালে টাঙ্গাইল জেলা ইমাম ও মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবীর অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নিয়ে তিনি বলেন, আমি এসেছি রাসুলের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে। একজন মুসলমান হিসেবে একজন মানুষ হিসেবে আমি এটা কর্তব্য মনে করেছি বলে এখানে এসেছি। আপনাদের প্রতি অনুরোধ যে কোন আন্দোলনে যে কোন প্রতিবাদে মানুষকে সরিক করবেন জয় লাভ করবেন।
কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে কয়েক হাজার মুসল্লির সমন্বয়ে একটি বিশাল মিছিল বের হয়। এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম মিছিলে যোগ দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব দেওয়ার দাবি জানান।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশ করে। সমাবেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf/
0 Comments