অস্থির ‘কওমী’ অঙ্গন;এবার একটু স্থির হবে তো?

হাবীবুল্লাহ মুখতার: ইদানিং হাটহাজারি মাদ্রাসা, বেফাক, হাইআতুল উলয়া নিয়ে খুবই সচেতন কওমীরা৷ কওমী মাদ্রাসার আলেমরা পক্ষ-বিপক্ষ মিলিয়ে কয়েক পক্ষ৷ আল্লামা আহমদ শফী (রহঃ) চলে যাবার পর এসব প্রতিষ্ঠান ও সংগঠনে শীর্ষ পদগুলো খালি হওয়ায় তুমুল বিশৃঙ্খলা ও বিতর্ক তৈরি হয়েছে৷

আল্লামা আহমদ শফী (রহঃ) এর ইন্তেকালের আগেই বিশৃঙ্খলা শুরু হয়েছিলো৷ শুরু থেকেই বিশৃঙ্খল, উগ্র, মারমুখি দেখা গেছে কওমীদের৷ কামড়াকামড়ি, গ্রুপিং, হিংসাত্বক আক্রমন, এমনকি ভাংচুর, হামলাও হতে দেখা গেছে৷ আমার মনে হচ্ছে, সাধারন আদর্শহীনদের খারাপ গুনের অনুপ্রবেশ ঘটেছে কওমী মাদ্রাসা সংশ্লিষ্টদের মাঝে ৷

অল্পদিনে বহু বড়জন চলে গেছেন৷ কওমী অঙ্গনে বিতর্কহীন, ক্লিন ইমেজের লোকের অভাব৷ এখন তারই ফলাফল দেখা যাচ্ছে৷ সামনের খবর আল্লাহই ভালো জানেন৷ তিনিই উত্তম ফয়সালাকারী৷

যাক বাহ্যতঃ এক পক্ষের জয় হয়েছে৷ হাটহাজারীতে আল্লামা জুনায়েদ বাবুনগরী দাঃবাঃ পরিচালনার মূল দায়িত্বে এসেছেন৷ শিক্ষা সচিব ও শাইখুল হাদীস এর পদে অধিষ্ঠিত হয়েছেন৷ বেফাক, হাইআ-তে আল্লামা মাহমুদুল হাসান দাঃ বাঃ মুল কান্ডারী নির্বাচিত হয়েছেন৷ তিনি আজ বেফাকের সভাপতি নির্বাচিত হলেন৷

কওমী অঙ্গনে এ দু’জন সচেতন ও বিতর্কমুক্ত, ক্লিন ইমেজের অধিকারি৷ কিন্তু এখন থেকে তাঁরা বিতর্কমুক্ত থাকতে পারবেননা হয়তো৷ কারন যারা নিজস্ব লোককে এসব জায়গায় বসাতে চেয়েছিলেন তারা এ দু’জনের পেছনে লেগে থাকবে৷

আরেকটি আশংকা হলো, কওমীদের অধিকাংশ মুরুব্বি সমালোচনার স্বীকার হয়ে দুনিয়া ত্যাগ করেননি৷ শাইখুল হাদীস রহঃ, ফজলুল করীম রহঃ, আমীনী রহঃ, সর্বশেষ আল্লামা শফী রহঃ শেষ সময়ে বিতর্কিত হয়েই বিদায় নিয়েছেন৷ তাই এ দু’জনের বেলায়ও সেটাই হয়তো হবে৷ শেষ বয়সে অসুস্থ অবস্থায় ওনারা যে ব্যবহৃত হবেননা তার গেরান্টি কি?

বাকি রইলো আরেকটি জায়গা৷ হেফাজতের শীর্ষপদ৷ সব পক্ষই চাইবে শেষ জায়গাটিতে অবশ্যই যেন তাদের লোক বসে৷ সেজন্য সর্বোচ্চ চেষ্টা করবে সবাই৷ কিন্তু আল্লাহর ফয়সালা যেটা, সেটাই হবে৷ যোগ্য ও ক্লিন ইমেজের লোক বসলে হেফাজতে ইসলাম আবার আগের মর্যাদা ফিরে পাবে৷ বিতর্কিত লোক দায়িত্ব পেলে হেফাজত ইতিহাস হয়ে যাবে৷

লেখক: সহযোগী সম্পাদক, দেশ দুনিয়া নিউজ৷



source https://deshdunianews.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%85%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%95/

0 Comments