ফেনীর ফতেহপুর রেলক্রসিং এ ট্রেন -বাস সংঘর্ষ

  • মুহাম্মদ আবদুল হালীম
  • ফেনী প্রতিনিধি

ফেনীতে একটি যাত্রীবাহি ট্রেন ও একটি যাত্রীবাহি বাসের সংঘর্ষে তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের কারো নাম পরিচয় জানা যায়নি। তবে তারা তিনজনই বাস যাত্রী ছিলেন। আহত ১১ জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং এলাকায় বিকট শব্দে স্থানীয়দের ঘুম ভাঙ্গে। স্থানীয়রা ছুটে যায় উদ্ধার কাজে। পরে ফেনী মডেল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে।

রেলওয়ে ষ্টেশন জিআরপি পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, যাত্রীবাহি বাসটি চাপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। অপরদিকে ‘ঢাকা মেইল’ ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। এসময় ফতেহপুর রেল গেট খোলা ছিল। বাস ও ট্রেন একই সময় পারাপারে এ দুর্ঘটনাটি ঘটে। ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে সড়কের বাইরে পড়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যায়। আহত ১১ জনকে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়েছে

ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b9%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82/

0 Comments