দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননার প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচী শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘেরাও কর্মসূচীর প্রস্তুতি হিসাবে সকাল ১০টা থেকে চলছে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে তাওহীদী জনতার সমাবেশ। ফজরের পর থেকেই বাইতুল মুকাররম উত্তর গেটে লোকজন জমা হতে থাকে সকাল ১০ টা পর্যন্ত পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচীর নেতৃত্ব দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। দলের আমীর সৈয়দ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, প্রিয় নবীর শানে কুরুচিপূর্ণ কর্ম ও মন্তব্যের জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোকে মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এবং বাংলাদেশ সরকারকে সংসদে প্রস্তাব এনে ফ্রান্সের নিন্দা করতে হবে।
তিনি বলেন, “ফ্রান্সে মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতন চলছে, মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শিত হচ্ছে। মুহাম্মদ (সা.)-কে অপমান করা হচ্ছে। আমরা চুপ করে বসে থাকতে পারি না।“
ইতিমধ্যে এই সমাবেশ থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
প্রসঙ্গ, ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবমাননা করায় একজন স্কুল শিক্ষকের শিরচ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ফ্রান্সের সাম্প্রতিক ধৃষ্টতার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের কাতার, জর্ডান, কুয়েতসহ গোটা মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশেও সেই ক্ষোভের আঁচ পড়েছে। আজকে মঙ্গলবার ঢাকায় ফরাসি দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি সেটার কিঞ্চিত বহি:প্রকাশ।
source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0/
0 Comments