দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ও ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের বাসা থেকে ৩৮টি ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব।
এগুলোর মাধ্যমে তিনি তার বাসার আশপাশের পাঁচ থেকে ১২ কিলোমিটারের মধ্যে থাকা নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কথাবার্তা এবং যোগাযোগ রাখতেন তিনি। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান এসব জানান। তবে এসব ওয়াকিটকি ব্যবহারে বিটিআরসির অনুমোদন আছে কিনা তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
আজ (সোমবার) বিকেলে অভিযানের এক পর্যায়ে হাজী সেলিমের চাঁন সরদার দাদার বাড়ির ভিতরে সাংবাদিকদের নিয়ে গেলে অস্ত্র-মাদক উদ্ধার করে ও নেটওয়ার্কিং সিস্টেম দেখা যায়। এছাড়া তার বাসার চার ও পাঁচতলার কন্ট্রোল রুম থেকে পাঁচটি ভিপিএস সেট উদ্ধার করা হয়। যেগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিটেক করতে পারতো না।
এছাড়া অভিযানে গুলিসহ একটি পিস্তল ও একটি একনলা বন্দুক এবং একটি ব্রিফকেস ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। তার অস্ত্র দুটির কোনো লাইসেন্স ছিল না। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, এসব অস্ত্র ও হ্যান্ডকাফের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি ইরফান সেলিম। আমাদের ধারণা এগুলো দিয়ে তিনি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন। এছাড়া এরফান সেলিমের বাসা থেকে একটি ড্রোন, সাত বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
এর আগে দুপুরে অভিযান চালিয়ে ইরফান সেলিমকে গ্রেফতার করে র্যাব। এদিকে হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত এই আদেশ দেন।
উল্লেখ্য, গতকাল রোববার (২৫ অক্টোবর) রাতে এমপি হাজী মোহাম্মদ সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনায় জিডি হলেও আজ (সোমবার) ভোরে হাজী সেলিমের ছেলেসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়।
source https://deshdunianews.com/%e0%a7%a9%e0%a7%ae%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%a6%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87/
0 Comments