সাড়ে ৩ বছরের শিশু বাচ্চা ধর্ষণের শিকার ময়মনসিংহে

  • এস.কে নাজমুল হাসান  

ধর্ষণ মহামারীর কবল থেকে রেহায় পেলনা সাড়ে ৩ বছরের শিশু বাচ্চা।
ঘটনাটি ঘটেছে গত ০৫ অক্টোবর, ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া আদর্শপাড়া নামক স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোদারিয়া আদর্শপাড়ার সাড়ে ৩ বছরের একটি শিশু বাচ্চাকে একই এলাকার হাসেন আলীর ছেলে হাবিবুর রহমান শাওন (১৩) ওই শিশুকে বাদাম খাওয়ানোর লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি ব্যাথা পেয়ে চিৎকার করলে মা এগিয়ে আসলে শাওন পালিয়ে যায়।

শিশুর মা শিশুটিকে অসুস্থ অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশুর মা বাদি হয়ে ৬ অক্টোবর মামলা করেন ফুলপুর থানায়।

ঘটনার বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমারাত গাজী বলেন, শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যালে পাঠানো হয়েছে। এবং ধর্ষক শাওনকেও গ্রেফতার করা হয়েছে।



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9c%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be-%e0%a6%a7/

0 Comments