দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
নাটোরের বড়াইগ্রামে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফেজ মুফতি ইসমাইল হোসেন (৩৪) নামে এক মহিলা মাদরাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ইসমাইল হোসেন বনপাড়া কালিকাপুর উম্মে হাতুন মুমিনীন মহিলা আবাসিক মাদরাসার সুপার। তিনি জেলার গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামের বাসিন্দা।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) মো. তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার কারণে মাদরাসা ছুটির আগে গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে ইসমাইল হোসেন ওই ছাত্রীকে বেসিন পরিষ্কার করার কথা বলে নিজের ঘরে ডেকে তাকে ধর্ষণ করে। এ সময় সুপার ওই ছাত্রীকে বিষয়টি কাউকে না জানানোর জন্য ওয়াদা করান। পরে করোনার কারণে মাদরাসা ছুটি হয়ে গেলে মেয়েটি তার নিজ বাড়িতে চলে যায়।
পরে ঘটনা জানতে পেরে শনিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae/
0 Comments