দ. আফ্রিকার ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণে উচ্চ ঝুঁকি থাকায় বাংলাদেশসহ নতুন করে বিশ্বের ২২টি দেশে সাধারণ নাগরিকদের দক্ষিণ আফ্রিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিশেষ আদেশে এই নির্দেশ জারি করা হয়েছে।

নির্দেশে বলা হয়েছে, করোনা মহামারি এখনও শেষ হয়ে যায়নি। কর্তৃপক্ষ ধারণা করছে দক্ষিণ আফ্রিকায় করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হবে অচিরেই। সারা বিশ্বের অধিকাংশ দেশে ইতোমধ্যে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হয়ে গেছে।

পূর্বে করা ৬০টি দেশের নাগরিকদের সঙ্গে নতুন আরও ২২টি দেশকে নিষেধাজ্ঞা তালিকা যুক্ত করে মোট ৮২টি দেশের সাধারণ নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবত থাকবে।

নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো হলো- আর্জেন্টিনা, জার্মানি, পেরু, বাংলাদেশ, ফিলিপিন্স, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, ব্রাজিল, স্পেন, কানাডা, ইরাক, যুক্তরাজ্য, চিলি, ইতালি, কলম্বিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস।

তবে এসব দেশ থেকে শুধুমাত্র কূটনীতিক, বিনিয়োগকারী এবং পেশাদার ক্রীড়াদল ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে যাওয়া গোষ্ঠীকে গ্রহণ করা হবে। এক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।

বাংলাদেশ জার্নাল/আর


মিডিয়া পার্টনার দেশ দুনিয়া নিউজ

Source



source https://deshdunianews.com/%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9c/

0 Comments