ইমরান খানের পদত্যাগ দাবিতে জমিয়ত (ফ)সহ সমমনা দলের বিক্ষোভ

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

ইমরান খানের পদত্যাগের দাবিতে মাওলানা ফজলুর রহমান নেতৃত্বাধীন জমিয়ত (ফ)সহ সমমনা বিরোধীদলের নেতৃবৃন্দ বিক্ষোভ করেছে। পাকিস্তানের পাঞ্জাবের গুজরানওয়ালাতে এ বিক্ষোভ সমাবেশ করছে আন্দোলনকারীরা।

দেশটিতে বিদ্যুত ও গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও অন্যান্য ইস্যুকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর জোট বিক্ষোভের ডাক দিয়েছে।

এতে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও জামায়াতে উলামা ইসলামসহ (জেইউআই-এফ) ১১টি বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) শুক্রবার নিজেদের প্রথম গণ-আন্দোলনের ডাক দেয়।

ইমরান খানের সমালোচনা করে পিএমএল-এন নেতা মরিয়ম নেওয়াজ বলেন, ‘ইমরান নিয়াজি…আপনি আপনার মতো করে সরে দাঁড়ান, অন্যথায় জনগণ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তখন কোনো আশ্রয়কেন্দ্রে আপনার আশ্রয় মিলবে না।’

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলওয়াল ভুট্টো বলেন, ‘প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছেনই, উপরন্তু এই ভূখণ্ডকে মোদির কাছে বিক্রি করার চেষ্টা চালিয়েছেন। পুতুল ও সেনা নির্বাচিত নিয়াজি (ইমরান খান নিয়াজি) আপনি চুপ থাকুন। তবে কাশ্মীর ইস্যুতে আমরা চুপ থাকব না।’

জমিয়ত (ফ) নেতা মাওলানা ফজলুর রহমান বলেন, ‘এটি একটি অবৈধ সরকার। এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এই অবৈধ শাসন প্রত্যাখ্যান করছি।’

লন্ডনে অবস্থানরত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ইশারাতেই এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



source https://deshdunianews.com/%e0%a6%87%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a6%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf/

0 Comments