জিয়ার বিরুদ্ধে ১ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক জিয়াউর রহমান শুদ্ধ উচ্চারণে ‘আসসালামু আলাইকুম’ এবং ‘আল্লাহ হাফেজ’ বলাকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের দুইটি মামলা সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগে তদন্ত করে ১ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলাটি দুটি গ্রহণ করে এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য জানান।

এর আগে আদালতে মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম একটি এবং ইমরুল হাসান নামে এক আইনজীবী আরেকটি মামলা দায়ের করেন।

 

Source



source https://deshdunianews.com/%e0%a6%9c%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a7%a7-%e0%a6%a8%e0%a6%ad%e0%a7%87%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/

0 Comments