দেশ দুনিয়া নিউজ ডেস্ক:
ইসলাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত মন্তব্যের পর ফরসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ইসলামী ব্যক্তিত্ব পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি তাকী উসমানী।
তিনি এক টুইট বার্তায় ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেছেন, “সরোয়ারে দুজাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফ্রান্স ও এর রাষ্ট্রনায়কের ঘৃণ্য আচরণের পরেও আমরা কি ফরাসি পণ্য ক্রয়, বিক্রয়, ব্যবহার এবং আমদানি চালিয়ে যাব? এই দেশের নেতারা তখনই একটি শিক্ষা নিবে, যখন পুরো ইসলামী বিশ্ব তাদের পণ্য বর্জন করবে। এটিই আমাদের সাধ্যের মধ্যে সবচেয়ে কম প্রতিক্রিয়া।”
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে ইতিমধ্যেই বাংলাদেশ, কুয়েত, কাতারসহ পুরো মুসলিম বিশ্বেই ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়ে গেছে। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলছে অনেক খ্যাতনামা চেইন শপসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান।
سروردوجہاں صلی اللہ علیہ وسلم کے خلاف #فرانس اور اسکے صدر کی کمینگی کے بعد کیا ہم اب بھی فرانس کی مصنوعات کی خریدو فروخت استعمال اور درآمد جاری رکھینگے ؟ ان دولت کے پجاریوں کو سبق اسی وقت ملیگا جب عالم اسلام انکی مصنوعات کا بائیکاٹ کریگا یہ کم سے کم ردعمل ہے جو ہم دے سکتے ہیں
— Muhammad Taqi Usmani (@muftitaqiusmani) October 26, 2020
source https://deshdunianews.com/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a7%9f%e0%a6%95%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9/
0 Comments