ফ্রান্সে নবী অবমাননার প্রতিবাদে কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

দেশ দুনিয়া নিউজ ডেস্ক:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের নেতৃত্বে সর্বস্তরের তাওহিদী জনতা ঐক্যবদ্ধভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

আজ ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) আছরের নামাযের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ফ্রান্স সরকার কর্তৃক পৃষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে তা বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বেঈমানরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করে আর আমরা মুসলিম সম্প্রদায় ইসলাম ও নবীর ইজ্জতের হেফাজত রক্ষার জন্য জিহাদ করে জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকি।

বক্তারা দেশের সরকার প্রধানের উদ্দেশ্য করে আরও বলেন, অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রান্সের এ ঘৃণ্য কাজের নিন্দা প্রস্তাব পাশ করে রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানান। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পন্য বর্জন করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।

এছাড়া বিক্ষোভ সমাবেশ থেকে কিছু দাবী পেশ করা হয়।

বাংলাদেশস্থ ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে ফ্রান্স সরকার কর্তৃক আমাদের প্রিয় নবী সা: এর বিরুদ্ধে অবমাননাকর কার্টুন ছবি প্রচার বন্ধ করতে নির্দেশ প্রদান করতে হবে এবং নিজেদের কৃতকর্মের জন্য মুসলিম বিশ্বের কাছে নিঃশ্বর্ত ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের সাথে সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রীয় দূতকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাদের সাথে সকল প্রকার ব্যবসায়ীক লেনদেন বন্ধ করতে হবে।

সমাবেশে আরো বক্তারা বলেন পীর সাহেব চরমোনাই আহ্ববানে যে কোন সময় যে কোন যৌক্তিক আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে আসবো ইনশাআল্লাহ৷

সমাবেশটি শহীদি মসজিদ চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে, গৌরাঙ্গ বাজার, থানারোড, আখড়া বাজার হয়ে শহরের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে শহীদি মসজিদ চত্ত্বরে সমাবেশ করেন৷

সমাবেশ বক্তব্য রাখেন মাওলানা নোমান আহমেদ, মো: রুকন উদ্দিন, ইশা ছাত্র কিশোরগঞ্জ জেলার সভাপতি আবরারুল হক সহ জেলা নেতৃবৃন্দ৷

 

Source



source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d-5/

0 Comments