ইসরাঈলে নেতানিয়াহু বিরোধী আন্দোলন, চলছে বিক্ষোভ

  • আন্তর্জাতিক ডেস্ক 

অবৈধ ইহুদীবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাঈলে সে দেশের সরকার প্রধান নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গত ০৩ অক্টোবর ২০ এই বিক্ষোভে অংশ নেয় সে দেশের হাজার হাজার জনগণ।

বিক্ষোভকারীরা বলছে যে, নেতানিয়াহু দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছে এজন্য তার পদত্যাগ চাই। তারা দাবি করেছে নেতানিয়াহু করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও দুর্নীতি দমন করতে ব্যার্থ হয়েছে এজন্য তাকে অনতিবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে।

আন্দোলনকারীরা নতুন একটি আইনের বিরুদ্ধেও প্রতিবাদ করে।
সম্প্রতি পার্লামেন্টে অনুমোদন দেয়া নতুন এই আইনে সরকার বিরোধী বিক্ষোভের রাশ টেনে ধরার কথা বলা হয়। তাতে বলা হয়েছে নিজ বাড়ির ১ কিলোমিটার এর বেশি দূরত্বে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ।

নেতানিয়াহু যে দুর্নীতি অভিযোগে অভিযুক্ত ও সে করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারিনি এটার বিরুদ্ধে রাজপথে আন্দোলন যাতে করতে না পারে সেই জন্যই এই আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন সমালোচকরা।

 

 



source https://deshdunianews.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%88%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7/

0 Comments