কুয়েতের নতুন আমীর শেখ নওয়াফ আল-আহমাদ আল সাবাহ

  • এস.কে নাজমুল হাসান

কুয়েতের নতুন আমীর হিসেবে শেখ নওয়াফ আল-আহমাদ আল সাবাহ এর নাম ঘোষণা করা হয়েছে।
নতুন এই আমীর কুয়েতের সদ্যপ্রয়াত আমীর শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের এর ছোটভাই।
মূলত আল-জাবের এর ইন্তিকালে তারস্থলে ক্রাউন প্রিন্স শেখ নওয়াফ আল-সাবাহকে আমীর ঘোষণা করা হয়।

নতুন আমীরের শপথ আজ ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার অনুষ্ঠিত হবে।

২০০৬ সালে দায়িত্বপ্রাপ্ত হয়ে ২০২০ পর্যন্ত দায়িত্বপালন করে আসছিলেন শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের তিনি গত মঙ্গলবার ৯১
বছর বয়সে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গতকাল মঙ্গলবার রাতেই কুয়েতের মন্ত্রীসভা নতুন আমীরের নাম ঘোষণা করে। মন্ত্রীসভা অনুষ্ঠিত হয় সেইফ প্যালেস এ, এ সভায় সভাপতি ছিলেন কুয়েত প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-হামাদ আল-সাবাহ।

নতুন আমীর শেখ নওয়াফ আল-সাবাহ রাজবংশের দশম শাসক শেখ আহমাদ আল-জাবের আল-সাবাহ এর ষষ্ঠ ছেলে। ১৯৩৭ সালের ২৫ জুন মাসে তিনি জন্মগ্রহণ করেন।

গত ১৮ জুলাই আল-সাবাহ অসুস্থ হয়ে পড়লে ৮৩ বছর বয়সী শেখ নওয়াফকে সাংবিধানিক কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। কুয়েতের নিয়ম অনুযায়ী আমীর অনুপস্থিত থাকলে ক্রাউন প্রিন্স হন ভারপ্রাপ্ত শাসক। শেখ সাবাহ আমীর হওয়ার পর ২০০৬ সালে শেখ নওয়াফকে ক্রাউন প্রিন্স করা হয়েছিল।

শেখ সাবাহ আরব উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতের আমীর থাকা অবস্থায় শারীরিক দূর্বলতা ও নানা জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন।

 



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%a8%e0%a6%93%e0%a7%9f/

0 Comments