- এস.কে নাজমুল হাসান
দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা (ইউএনও) নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে মারাত্মকভাবে জখমকারী ও এ মামলার প্রধান আসামি আসাদুলকে পুলিশ গ্রেফতার করেছে।
ইউএনও কে হামলাকারীদের ধরতে র্যাব ও পুলিশের গঠিত একটি যৌথ টিম তৈরি করা হয়। আজ শুক্রবার ভোর ৫টার দিকে র্যাব ও পুলিশের যৌথ টিম আসাদুলকে গ্রেফতার করে।
তাকে গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
পুলিশ জানায় ০৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৫টা দিকে হাকিমপুর থানার হিলি কালীগঞ্জ এলাকা থেকে ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে আসাদুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ আরও জানায় ইউএনও ওয়াহিদা খানমের মাথা হাতুড়ি দিয়ে আঘাত করেছে আসাদুল।
তবে কি কারণে সে এই নৃশংস হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। মূল ঘটনা জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।
উল্লেখ্য গতকাল ০৩ সেপ্টেম্বর দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা হয় তার বাসায়, এতে ওয়াহিদা খানমের বাবাও আহত হয়েছেন। ওয়াহিদাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সেে করে ঢাকায় নেয়া হয়েছে। হামলায় তার মাথার হাড় ভেঙ্গে ব্রেনে ঢুকে গিয়েছে।
0 Comments