অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদা খানমের

  • দেশ দুনিয়া নিউজ ডেস্ক

সন্ত্রাসী হামলায় আহত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম এর অস্ত্রোপচার করা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হসপিটালে।

শুক্রবার ০৪ সেপ্টেম্বর হসপিটালের চিকিৎসার জানান, ইউএনও ওয়াহিদা খানমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে এবং জ্ঞান ফিরেছে শেষ রাতে এবং জ্ঞান ফেরার পর তিনি তার স্বামীর সঙ্গে কথা বলেছেন।

এখন তিনি হসপিটালের আইসিউতে চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন।

ওয়াহিদা খানমের হার্টবিট ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকগণ এবং শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল। চিকিৎসকরা চেষ্টা করছেন যাতে ব্রেনের আঘাতের ফলে প্যারালাইজড না হয়ে যান।

তার জ্ঞান ফেরার বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হসপিটালের যুগ্ম পরিচালক প্রফেসর ড.বদরুল আলম। তিনি বলেন, ইউএনওর মাথায় অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে নেয়া হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য গত ০২ সেপ্টেম্বর রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের সরকারি বাসার টয়লেটের ভেন্টিলেটর ভেঙে ঘরের ভিতরে ঢুকে ইউএনও ওয়াহিদা ও তার পিতার উপর হামলা করে সন্ত্রাসীরা। ওয়াহিদার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে এবং তার পিতাকে কুপিয়ে আহত করে।

ঘটনার তাদের চিৎকারে এলাকার লোকজন এসে তাদের উদ্বার করে রংপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করে পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এয়ার এম্বুলেন্সে করে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হসপিটালে নেয়া হয়।

 



source https://deshdunianews.com/%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ab/

0 Comments