- দেশ দুনিয়া নিউজ ডেস্ক
ইহুদিবাদি ইসরাঈলীদের সাথে সম্পর্ক গড়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের মুসলিম দেশ কসোভো। আরব লীগ এর তীব্র নিন্দা জানিয়েছে।
গতকাল শনিবার আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত কায়রোতে এক বক্তব্যে এ নিন্দা জানান।
গত ০৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, বলকান অঞ্চলের দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কসোভো ও সার্বিয়া এদের মধ্যে একটি শান্তি চুক্তি সইয়ে আমেরিকার মধ্যস্থতা রয়েছে।
রক্তক্ষয়ী যুদ্ধের দুই যুগ পার হওয়ার পর এই দুই দেশ শান্তি চুক্তিতে রাজি হলো।
তাদের এই চুক্তিতে মারাত্মক দুটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত দুটি এরকম যে, প্রথম: সার্বিয়া বলেছে তারা তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাবে। আর দ্বিতীয়: মুসলিম অধ্যুষিত কসোভো বলছে তারাও তাদের নিজস্ব দূতাবাস জেরুজালেমে স্থাপন করবে সেই সাথে ইসরাঈলকে তারা স্বীকৃতি দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
কসোভোর এই সিদ্ধান্তকে ভ্রান্ত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বিরোধী বলে মন্তব্য করেছেন আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত
কসোভোর এই ভ্রান্ত সিদ্ধান্তকে আরও নিন্দা জানিয়েছেন ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও এর সচিব সায়েব এরকাত। তিনি ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী অভিলাষ পূরণ করতে ফিলিস্তিনের জনগণের জীবন নিয়ে খেলছে।
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%83%e0%a6%95-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%88%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d/
0 Comments