লোহাগাড়া প্রিমিয়ার লীগ ফুটবলে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা একাদশ

  • রবিউল হোসাইন মানিক
  • লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় ফুটবল প্রিমিয়ার লীগ ২০ইং এর ফাইনাল সম্পন্ন হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকলে ৫টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লোহাগাড়া মোহামেডান বনাম মুক্তিযোদ্ধা একাদশ।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। ট্রাইবেকারে লোহাগাড়া মোহামেডান কে ৪-২ ব্যবধানে হারিয়ে মুক্তিযোদ্ধা একাদশ জয়লাভ করেন। দৃষ্টিনন্দন ফুটবল খেলে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের ডিফেন্ডার ইউসুফ। ম্যাচ শেষে বিজয়ী দল মুক্তিযোদ্ধা একাদশকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ ৷

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি আহমদ বীর বিক্রম স্টেডিয়ামের প্রতিষ্ঠাতা ও লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

এসময় বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব এইচএম গণি সম্রাট, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক,বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য মো: জহির উদ্দিন,লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এস.কে সামসুল আলম ৷ খেলার আয়োজক মেসার্স এম. আজিজ এন্টারপ্রাইজের সত্বাধিকারী শিল্পপতি এম.এ আজিজ ৷ লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া শাখার সভাপতি ও বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক ও লোহাগাড়া রেফারী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর।



source https://deshdunianews.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%ab/

0 Comments