বরগুনায় মহিলা ইউপি সদস্যের অর্থ আত্মসাত

  • মোঃ ইসমাইল সিরাজী
  • বিশেষ প্রতিনিধি

রেশন কার্ড, প্রতিবন্ধী কার্ড, জেলে কার্ড ও সরকারি অর্থায়নে ঘর নির্মাণসহ বিভিন্ন নামে বেনামে সরকারি সহায়তা দেওয়ার কথা বলে, গরীব-অসহায় ও নিম্ন আয়ের মানুষের কাছ থেকে নগদ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফাতিমা নাসরিনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফাতিমা নাসরিন ও তার স্বামী মানিক হাওলাদার ৪ নম্বর ওয়ার্ড থেকে ১০ টাকার রেশন কার্ড দেওয়ার কথা বলে ১ হাজার থেকে ১৫শত টাকা, প্রতিবন্ধী কার্ড দেওয়ার কথা বলে ২ থেকে ৪ হাজার টাকা, সরকারি অর্থায়নে ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে ১০ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

সম্প্রতি করোনা মহামারির কারণে জেলেদের মধ্যে বিতরণকৃত ৮০ কেজি চাল দেয়ার কথা থাকলেও এই ইউপি সদস্য চাল দিয়েছেন ৪০ কেজি করে।

এছাড়াও বিভিন্ন নামে বেনামে তালিকা তৈরি করে তিনি এই চাল আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে মামলা হামলাসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে এলাকাবাসীকে হয়রানি করে আসছেন ইউপি সদস্য ফাতিমা নাসরিন ও তার স্বামী মানিক হাওলাদার।

চিনু ভানু, ইব্রাহিম, মোশাররফ, মাহাতাব, নাছিমা, লাইলীসহ গ্রামের আরও অনেকের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য বিভিন্ন সময় সরকারি সহায়তা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। কিন্তু সহায়তা না পেয়ে আমরা টাকা ফেরত চাইলে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছে। মেম্বার ও তার স্বামী মানিক হাওলাদারের দাপটে আমরা কোন কথা বলতে পারি না। আমাদের একটাই দাবি, সরকারি বিধি ও নিয়ম অনুযায়ী যদি আমরা সহায়তা পাওয়ার যোগ্য হই, তবেই যেন আমাদের সহায়তা করা হয় এবং ইউপি সদস্যের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

সংশ্লিষ্ট ইউপি সদস্য ফাতিমা নাসরিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি এবং আমার স্বামী কারো কাছ থেকে কোন টাকা নেই নাই। এটা আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাসুমা আক্তার বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসী একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।



source https://desh-duniyanews.com/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af/

0 Comments