স্বাস্থ্যবিধি মেনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন: চরমোনাই পীর

  • এস.কে নাজমুল হাসান
  • নিজস্ব প্রতিবেদক 

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে দেশের সব কওমি মাদরাসাসহ স্কুল-কলেজ খুলে দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব  চরমোনাই।

আজ ১৮ অগাষ্ট ২০২০ইং মঙ্গলবার এক বিবৃতিতে চরমোনাই পীর এ দাবি জানান।

বিবৃতিতে পীর চরমোনাই বলেন, দেশের সবকিছুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। অফিস-আদালত, হাট-বাজার, কল-কারখানা, ব্যাংক-বীমা সবই স্বাভাবিকভাবে চলছে।

এ ক্ষেত্রে কওমী মাদরাসার কিতাব বিভাগসহ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও খুলে দেয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে কওমী মাদরাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে পড়ালেখার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর আরও বলেন, সরকার যদি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয় তাহলে দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষাধারা থেকে পুরোপুরি ঝরে যেতে পারে, দেশের শিক্ষার্থীরা বিপথগামী হতে পারে।

যা দেশের ভবিষ্যতের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হবে।

পীর সাহেব চরমোনাই আরও বলেন,
দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ইতিমধ্যে সরকারকে আশ্বস্ত করেছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই কুরআন-হাদিস চর্চার কেন্দ্রস্থল কওমি মাদরাসাগুলো পরিচালনার ব্যাপারে। করোনা মহামারির কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ফলে কওমী ছাত্র-ছাত্রীরা সীমাহীন ক্ষতির মুখে পড়ে। এমতাবস্থায় সকল শিক্ষার্থীদের ভবিষ্যত রক্ষায় অবিলম্বে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া জরুরি।

তিনি বলেন, আশা করি সরকার বিষয়টি যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করবে।



source https://desh-duniyanews.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%b6%e0%a6%bf/

0 Comments