ইসরাইল-আমিরাতের শান্তিচুক্তি ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা : তুরস্ক

দেশ দুনিয়া নিউজ ডেস্ক

ইসরাইল-আরব আমিরাত শান্তি চুক্তিকে ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে মন্তব্য করেছে তুরস্ক।
গতকাল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাত নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্যালেস্টাইনের জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তা এ অঞ্চলে বাসকারী মানুষ ভুলবে না এবং কখনও ক্ষমা করবে না’।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রশাসনের দৃঢ় প্রতিক্রিয়া প্রকাশ করার অধিকার রয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে, ২০০২ সালে আরব লীগের অনুমোদিত আরব শান্তি উদ্যোগ একতরফাভাবে বিলুপ্ত করার আরব আমিরাতের প্রচেষ্টা সম্পর্কে তুরস্ক অত্যন্ত উদ্বিগ্ন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ফিলিস্তিনের পক্ষ সমর্থন করে বলে আবুধাবির দাবিকৃত চুক্তির কোনও বিশ্বাসযোগ্যতা নেই এবং গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনার মাধ্যমে ফিলিস্তিনিদের ইচ্ছার বিরুদ্ধে করা চুক্তিকে তুরস্ক বাতিল ও অকার্যকর বলে বিবেচনা করে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনি জনগণ ও প্রশাসনের পক্ষে ইসরায়েলের সাথে আলোচনা করার বা ফিলিস্তিনের জন্য সমালোচনাযোগ্য ছাড় দেওয়ার কোন অধিকার সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের নেই’।

বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পন্ন হওয়া এ চুক্তির নিন্দা করে বলেছেন ‘যারা ফিলিস্তিনি জনগণ এবং তাদের দাবির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের ইতিহাস অবশ্যই পরাজিত করবে’ ৷



source https://desh-duniyanews.com/%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%81/

0 Comments