স্বাস্থ্যবিধি মেনে কওমী মাদ্রাসার কার্যক্রম চালিয়ে যেতে পারে-নদভী

মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

বিসমিল্লাহির রাহমানির রাহীম
হামেদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা।

আলহামদুলিল্লাহ কোভিড১৯ অন্তত বাংলাদেশে মহামারীর রূপ নেয়নি। আল্লাহর খাস রহমতে এটি এ অসহায় মানুষের দেশে সাধারণ রোগের মতোই আছে।

দোয়া ও সতর্কতা অবলম্বন করে দেশের জীবনযাত্রা ধীরে ধীরে সচল হচ্ছে। সরকারের সব অফিস আদালত খোলার নির্দেশ জারি হয়েছে।

মসজিদগুলো আল্লাহর ফজলে স্বাভাবিক ভাবে খোলা আছে। এখন ব্যক্তিগত সাবধানতা, মুখে মাস্ক পরা বা হাঁচি-কাশি ইত্যাদির আদব, পবিত্রতা-পরিচ্ছন্নতার সুন্নত তরিকা পালন করে কাতারে আগে পরে এবং ডানে বামের দূরত্বও কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার বিষয়ে মুফতিয়ানে কেরাম ভাবনা চিন্তা ও মন্তব্য করছেন।

কোরআনের বরকত জারি রাখা এবং হেফজের ধারাবাহিকতা বজায় রাখতে হিফজ বিভাগ খুলে দেওয়া হয়েছে। কোরবানির সময় মাদরাসাগুলোতে অবস্থান ও জরুরি কাজ আঞ্জাম দেওয়ার ব্যাপারে সরকারের মনোভাব নিসন্দেহে ইতিবাচক ছিল। এ ক্ষেত্রে রাষ্ট্র ও সরকারের সর্বোচ্চ দায়িত্বশীলগণ বিশেষ দোয়া মুবারকবাদ ও প্রশংসা পাওয়ার যোগ্য। আল্লাহ সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন।

হিফজ বিভাগের সাথে সমন্বয় করে দীনি শিক্ষার বাকি বিভাগগুলো খুলতেও কোনো বাধা নেই।

যেসব অভিভাবক বাচ্চাদের মসজিদ মাদরাসা ও মকতবে আসতে দিতে অনাগ্রহী তারা ছাড়া বাকি ছাত্র ছাত্রীদের কোরআনী শিক্ষা থেকে কেউ বঞ্চিত করার অধিকার রাখেন না।

হিফজ বিভাগের পরিপত্রের আলোকেই সারা দেশের মসজিদ মকতব ও মাদরাসার দীনি শিক্ষা সচল রাখা সংশ্লিষ্টদের কর্তব্য।

স্বাস্থ্যবিধি ও আনুষঙ্গিক সবকিছু খেয়ালে রেখে আল্লাহর কালাম, ইলমে ওহি, দীনি তালীম জারি রাখা চাই। কোনো এলাকা বা মহল্লায় রোগের ভয়াবহতা থাকলে ভিন্ন কথা।

যারা পরিপূর্ণ ঈমান, একীন, তাওয়াক্কুল, তাফওয়ীজ, দীনি গাইরত, আত্মবিশ্বাস, কওমী বৈশিষ্ট্য, দেওবন্দের মূলনীতি বজায় রাখার বিষয়ে যত্নবান তারা রাষ্ট্রের এতটুকু নমনীয়তা সহনশীলতা ও ইতিবাচক ভুমিকাকে আল্লাহর নেয়ামত মনে করে দীনি শিক্ষা সচল রাখায় এগিয়ে আসতে পারেন।

প্রশাসনিক সহযোগিতা পাওয়ার জন্য সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। অকারণে কেউ সমস্যা করলে ফোনে জানাতে পারেন। সর্বোচ্চ মহলের সম্মতি ও ঊর্ধতন কর্তৃপক্ষীয় নির্দেশনা তাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

বালা মুসিবত ও মহামারী থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার সব মসনুন আমল মসজিদ মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে চালু রাখা চাই। দেশ জাতি মানবতার সার্বিক কল্যাণের জন্য, মানুষের শান্তি কামিয়াবির জন্য, সারাবিশ্বের করোনামুক্তির জন্য খাসভাবে দোয়া জারি রাখবেন।



source https://desh-duniyanews.com/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a7%80/

0 Comments