আয়া সোফিয়া’য় প্রথম জানাজার নামাজ

  • দেশ দুনিয়া নিউজ ডেস্ক 

আয়া সোফিয়া উদ্ধোধনের পর এই প্রথম কোনো জানাজার নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে৷

তুর্কি গণমাধ্যমগুলো বলছে, সাবেক তুর্কি প্রধানমন্ত্রী নাজমুদ্দিন আরবাকানের ভাই কমলউদ্দিন আরবাকান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।তার জানাজার নামাজ গত ২৪ জুলাই উদ্ধোধন হওয়া ‘আয়া সোফিয়া’য় অনুষ্ঠিত হবে৷

উল্লেখ্য, মারা যাওয়া কমলউদ্দিন আরবাকান এর বড়ভাই নাজমউদ্দিন আরবাকান। তিনি ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন। তুর্কি সংবিধানে ‘ইসলামী ভাবধারা’ সংযুক্তির অভিযোগে ১৯৯৭ সালে তৎকালীন সামরিক বাহিনী কর্তৃক জোরপূর্বক পদচ্যুত হোন।

২০১১ সালের ২৭ ফেব্রুয়ারিতে মারা যান নাজমুদ্দিন। তার মৃত্যুর পর রাজনীতিতে যুক্ত ছিলেন তার ভাই কমলউদ্দিন আরবাকান। নাজমউদ্দিন আরবাকান ক্ষমতায় থাকাকালে বাংলাদেশসহ সাতটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে যে ‘ডি-৮ আন্তঃরাষ্ট্রীয় পারস্পারিক সহযোগী সমবায়’ গঠন করেন, তার দায়িত্বেও ছিলেন তিনি। গাজায় বিশেষভাবে সাহায্যকারী আলোচিত তুর্কি এনজিও আইএইচএইচ এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।



source https://desh-duniyanews.com/%e0%a6%86%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ab%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/

0 Comments