কওমী মাদ্রাসাগুলো আগ্রাধিকার ভিত্তিতে খুলে দিন: ইশা ছাত্র আন্দোলন

  • শরীফুজ্জামান
  • কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাসে কওমী মাদরাসাসমূহের আল হাইআতুল উলয়া’র
পরীক্ষাসহ সকল স্তরের পরীক্ষা মুলতবি দিয়ে মাদ্রাসাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এখন পরবর্তী শিক্ষাবর্ষ থেকেও গুরুত্বপূর্ণ তিনটি মাস শেষ হতে চলেছে। এতদিনে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে মানুষ। এ অবস্থায় দেশের সকল কওমী মাদ্রাসাগুলোকে খুলে দেয়ার অনুমতি দিয়ে লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন রক্ষার আহ্বান জানিয়ে উপরোক্ত কথাগুলো বলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল করিম আকরাম।

নেতৃবৃন্দ বলেন, সরকার সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। কিন্তু আমরা সাথে সাথে লক্ষ্য করছি হাট বাজার, অফিস, আদালত, ব্যাংকসহ সর্ব ক্ষেত্রে মানুষ স্বাভাবিক জীবন-যাপনে প্রবেশ করছে।

নেতৃদ্বয় বলেন, ঈদুল আযহার পূর্বে হিফজ বিভাগ, কিন্ডার গার্টেনসহ প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম চালু করার অনুমতি দিয়ে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছিলো। আমরা মনে করি,স্বাস্থ্য সতর্কতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি আরোপ করে হলেও অনতিবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়া উচিত। বিশেষত কওমী মাদ্রাসাগুলো অগ্রাধিকার ভিত্তিতে খুলে দেওয়ার উদ্যোগ নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।



source https://desh-duniyanews.com/%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7/

0 Comments