- দেশ দুনিয়া নিউজ ডেস্ক
ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে তথ্য দেয়া মাহমুদ মোসাবি-মাজদ নামে এক ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
মাহমুদ মুসাভি মাজদ নামের ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মাহমুদ মুসাভি ইরানের রেভল্যুশনারি গার্ডস এবং এর যে শাখার প্রধান ছিলেন কাসেম সোলেইমানি, সেই কুদস ফোর্সের বিষয়ে সিআইএ ও মোসাদকে তথ্য দিয়েছিলেন। সোমবার তার মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করলেও এ বিষয়ে বেশি কিছু জানায়নি ইরান।
এর আগে, গত মাসে সোলেইমানির অবস্থান সম্পর্কে তথ্য দেয়ায় মুসাভিকে মৃত্যুদণ্ড দেন ইরানের একটি আদালত।
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন জেনারেল সোলেইমানি, ইরাকের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হাশদ আল-শাবির উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ আরও পাঁচজন।
source https://desh-duniyanews.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9c%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%97%e0%a7%81/
0 Comments