আসামি ব্যাংককে আইনজীবী লন্ডনে জামিনের শুনানি ঢাকায়

  • এস.কে নাজমুল হাসান
  • নিজস্ব প্রতিবেদক

হত্যাচেষ্টা মামলার অাসামি এয়ার অ্যাম্বুলেন্সে দেশ ছাড়ার পর ব্যাংককে- অার লন্ডনে বসে দুই আসামির আগাম জামিন চাইলেন অাইনজীবী। মজার বিষয় হলো তাদের আইনজীবী শুনানি করেছেন লন্ডনে বসে। পলাতক আসামির এমন আবেদনকে বেআইনি উল্লেখ করে সময় নষ্ট করায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকার উচ্চ আদালত।

দেশের উচ্চ আদালতে যখন আগাম জামিন বন্ধ তখন ব্যাংককে বসে পলাতক দুই আসামির পক্ষে আগাম জামিন আবেদনে দিনভর আলোচনায় দেশের সর্বোচ্চ আদালত। সাড়ে দশটার পর ভার্চুয়াল কোর্টে শুরু হয় শুনানি। লন্ডনে বসে আসামিদের পক্ষে জামিন চান তাদের এক আইনজীবী। আসামিরা তখন ব্যাংকক অবস্থান করছেন।

দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো পলাতক কোনো আসামির নজিরবিহীন এমন আবেদনে কি রায় অাসে অাদালতের পক্ষ থেকে তা জানার জন্য অপেক্ষায় থাকেন আইনজীবীরা।বিচারপতি ঢাকায়, আসামি ব্যাংককে ও তার আইজীবী লন্ডন থেকে দীর্ঘ শুনানি হয়। শুনানি শেষে আবেদনটিকে বেআইনি বলে মত দেন উচ্চ আদালত। আর কোর্টের সময় নষ্ট করায় দুই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।

আগাম জামিন বন্ধ থাকায় দেশে থেকে অনেক আসামি যখন এ সুযোগ থেকে বঞ্চিত, তখন দেশের বাইরে পলাতক দুই আসামির পক্ষে জামিন চাওয়ায় আইনজীবীদের সমালোচনা করেন উচ্চ আদালত। অবশ্য এ বিষয়ে কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য ঋণ দেয়া-না দেয়া নিয়ে দ্বন্দ্বে এক্সিম ব্যাংকের এমডি ও ডিএমডিকে অপহরণ করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে শিকদার গ্রুপের এমডি রন হক শিকদার ও দিপু হক শিকদারে বিরুদ্ধে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হলে ২৫ মে করোনা মহামারির মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশ ছাড়েন শিকদার পরিবারের এই দুই সদস্য।



source https://desh-duniyanews.com/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%b2/

0 Comments