ভোলায় ওলামাদের প্রতিবাদে উগ্রবাদী ইসকন মন্দির নির্মাণ স্থগিত

  • মোঃ ইসমাইল
  • ভোলা জেলা প্রতিনিধি

ওলামায়ে কেরামের প্রতিবাদে ভোলা সদর উপজেলার অন্তর্গত বাপ্তা ইউনিয়ন মহাজনের পোলের নিকটে ইসকনের মন্দির নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

গত ১৭জুলাই ‘ইসকন ভোলা’ নামক একটি ফেসবুক আইডি থেকে ইসকন মন্দির নির্মাণ সংক্রান্ত একটি পোস্ট করা হয় ৷ এ সূত্র ধরে অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়া যায় ৷ এ বিষয়ে ভোলার সর্বস্তরের ওলামায়ে কেরামের মাঝে ক্ষোভ বিরাজ করে। এরই প্রেক্ষিতে ভোলা জেলা “ঈমান আকিদা সংরক্ষণ কমিটি”র উদ্যোগে উগ্রবাদী সংগঠন ইসকনের কার্যক্রম বন্ধে আগামী ২০জুলাই সোমবার শহরে মানববন্ধন করার ঘোষণা করা হয়। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে ভোলার ডিসি মহোদয় ইসকন মন্দির নির্মাণ কাজ স্থগিত করেন।

এ বিষয়ে সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম বলেন, গত বছর ভোলা সদর সার্কুলার রোডে আস্তানা নির্মাণ করতে চেয়েছিলো। কিন্তু আমরা জানি এটি একটি উগ্রবাদী, সন্ত্রাসী ও দাঙ্গাবাজ সংগঠন। তাই আমরা ভোলায় এদের আস্তান গড়তে দেইনি। এরই ধারাবাহিকতায় এরা আবারো ভোলা সদর উপজেলার অন্তর্গত বাপ্তা ইউনিয়নের মহাজনের পোলের কাছে মন্দির নামে সন্ত্রাসী আস্তানা তৈরির অপচেষ্টা করছে।

তিনি আরো বলেন, আমরা ভোলার ওলামায়ে কেরাম কখনো ভোলা জেলাতে এসব উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের আস্তানা গড়তে দেবনা।

মাননীয় ডিসি মহোদয় বিষয়টি আমলে নিয়ে আজ (রবিবার) ইসকনের আস্তানা নির্মাণ কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। পাশাপাশি ওলামায়ে কেরামকে আজকের মানববন্ধন কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে ওলামায়ে কেরামের সিদ্ধান্ত মোতাবেক আজকের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম ফেসবুক লাইভের মাধ্যমে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন এবং স্থায়ীভাবে ভোলায় ইসকনের সকল কার্যক্রম বন্ধের জন্য মাননীয় ডিসি মহোদয় বরাবর আহ্বান জানান। যদি স্থায়ীভাবে এই উগ্রবাদী সংগঠনের কার্যক্রম বন্ধ না করা হয় তাহলে আবারো আন্দোলন করার হুঁশিয়ারি দেন তিনি।



source https://desh-duniyanews.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/

0 Comments