রবিউল হোসেইন মানিক: (লোহাগাড়া প্রতিনিধি)
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা এলাকায় বৌদ্ধ মন্দির হামলার ঘটনায় মোস্তাক আহমদ মেম্বারকে আটক করেছে পুলিশ।
২৩ জুন ( মঙ্গলবার) সকাল ৮ টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা এলাকা থেকে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি একটি পুলিশী টিম তাকে আটক করে ।
বিষয়টি ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মোস্তাক আহমদ ওই মৃত আবদুল মোনাফের পুত্র। চরম্বা ইউপির সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটককৃত মোস্তাক আহমদ মেম্বারকে চরম্বা বিবিরবিলা এলাকায় বৌদ্ধ মন্দির হামলার ঘটনায় আটক করা হয়েছে।
গত ২৫ মে বৌদ্ধ মন্দির হামলার ঘটনায় আরেক আসামী মো: জাহাঙ্গীর আটক হয়। আদালতে ১৬৪ জবানবন্দিতে মোস্তাক আহমদ ঘটনার সাথে জড়িত বলে তিনি স্বীকার করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মোস্তাক আহমদ মেম্বার কে গ্রেফতার করে।
এছাড়াও আটক মোস্তাক আহমদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় চাঁদাবাজির মামলাও রয়েছে। তাকে একই দিন দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।
প্রসঙ্গগত, রকি বড়ুয়ার নেতৃত্বে সেইদিন বৌদ্ধবিহারে হামলা চালানো হয়। বৌদ্ধবিহার ভাংচুর ঘটনাটি কেন্দ্র করে সাম্প্রদায়িক ঘটনার সৃষ্টি করতে চেয়েছিল রকি বড়ুয়া। ৩ মে গভীর রাতে বৌদ্ধবিহার ভাংচুর করা হয়। এর আগে গত ১১ মে রাতে রকি বড়ুয়া ও তার সহযোগীসহ বিদেশী মদ ও পিস্তলসহ নগরীর মোহাম্মদপুর এলাকার নুর ম্যানশন ভবন থেকে আটক করে র্যাব ৭।
source https://deshdunianews.com/%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae/
0 Comments