হজের ব্যাপারে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত ঘোষণা

দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ বছর শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সীমিত সংখ্যায় হজে অংশ নিতে পারবেন।

রয়টার্সের সূত্রে আল জাজিরা আরবির দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে দফায় দফায় মিটিংয়ের পর সোমবার (২২ জুন) এ সিদ্ধান্ত জানানো হয়।

‘আয়িম্মাতুল হারামাইনিশ শরীফাইনের’ ওয়েবসাইট, টুইটার ও ফেসবুক পেজেও এই খবর নিশ্চিত করা হয়েছে।

বিদেশীদের ক্ষেত্রে হজ স্থগিতের ব্যাপারে হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বের অধিকাংশ দেশে করোনা ভাইরাস ছড়িয়ে যাবার পর থেকেই সৌদি প্রশাসন তার বিস্তার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসছে- এরই প্রেক্ষিতে হজ মৌসুমে দুয়ুফুর রহমান (আল্লাহর মেহমানগণ) যেন সম্পূর্ণ নিরাপদ থাকেন এজন্য সীমিত পরিসরে এবারের হজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ৯০ বছরের সৌদি ইতিহাসে এবারই প্রথম হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। আর এবার সেই শঙ্কাই বিশ্ব মুসলিম উম্মাহকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করলো।

উল্লেখ্য, প্রতি বছর হজ মৌসুমে বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে কেন্দ্র করে, যেখানে প্রায় ২৫ লাখ মুসুল্লি দীনের ফরজ এই বিধান পালনের উদ্দেশ্যে জড়ো হন। সূত্র: আল জাজিরা মুবাশির।



source https://deshdunianews.com/%e0%a6%b9%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8c%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

0 Comments