করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবায় দৃষ্টান্ত স্থাপন ইসলামী আন্দোলন চাঁদপুর টিমের

সাইফুল্লাহ আল-মুনির (বিশেষ প্রতিবেদক):
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই তরীকার বতর্মান পীর, আমীরুল মুজাহিদীন, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এর আহ্বানে সারাদেশের ন্যায় চাঁদপুরেও গঠিত হয় করোনাকালিন “স্বেচ্ছাসেবক টিম”৷

গত মার্চ মাসে গঠিত এ টিমের সকল সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠন সমূহের নেতা-কর্মী, দায়িত্বশীল৷ টিমটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে মিডিয়া জগতে৷ বেশ আলোচিত হচ্ছে এ টিমের কার্যক্রম ও সেবাগুলো৷

এক’শ লাশের দাফন-কাফন, ১৮২১৬টি পরিবারে পঁয়ষট্টি লাখ তেষট্টি হাজার সাতশ পঞ্চাশ টাকার ত্রাণ বিতরন, অসহায় কৃষকদের পাঁচ একর জমির ধান কেটে দেয়া, এক হাজার পিছ মাস্ক বিতরন, দশ হাজার পিছ লিফলেট বিতরনসহ  বিভিন্ন সেবা চলমান রেখে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলার টিমটি৷

টিম প্রধান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাওলানা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন বলেন, আমরা পীর সাহেব চরমোনাই এর ডাকে সাড়া দিয়ে দেশের সকল জেলার মত আমাদের জেলায় ও ৮টি উপজেলায় প্রথমে ৯টি টিম গঠন করি৷ পরবর্তীতে সদর, হাজীগঞ্জ, মতলব উপজেলায় আরো একটি করে টিম গঠন করি। এখন মোট ১১টি টিম এ জেলায় কাজ করছে৷

করোনাকালীন এ সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা টিমের সার্বিক তত্ত্বাবধানে জেলার ৮ টি উপজেলায় গত ২৮শে জুন পর্যন্ত মোট ১০০ লাশের দাফন-কাফন সম্পন্ন করা হয়েছে৷ এদের মধ্যে ৯৫ জন মুসলমান (নর-নারী), চারজন হিন্দু, একজন খৃষ্টান৷ প্রত্যেককে নিজ নিজ ধর্ম অনুযায়ী দাফন বা সৎকার করা হয়েছে৷

ইসলামী শরীয়ার গন্ডিতে থেকে মানবিক কারনে চারজন হিন্দু যার তিনজন সদর উপজেলায়, একজন মতলব উত্তর উপজেলার ও একজন জেলা পৌরসভার  খ্রীষ্টানের মরদেহ সৎকারে হিন্দুদের শ্বশ্মানে এবং খৃষ্টানদের শেষকৃত্য অনুষ্ঠানস্থলে তাদের ধর্মীয় পুরোহিতদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

জেলা টিম প্রধানের কাছে তার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, যখন মৃত ব্যক্তিদের আপন আত্মীয়রা শেষবারের মতো দেখতে আসছেনা, কাফন-দাফনে সহযোগিতা ত নয়, উল্টো বাধা দিচ্ছে, ঠিক সেই সময় আমরা দিন রাত মানুষের সেবা করে যাচ্ছি এটাই বড় কথা৷ আল্লাহর কাছেই এর প্রতিদান চাই আমরা৷

দাফন কাফন করতে গিয়ে তারা কোন বাধার সম্মুখীন হয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অনেক বাধা আসে৷ কোন বাড়িতে একটি কোঁদাল চাইলে পাওয়া যায়না৷ কোন জায়গায় খাটিয়া ব্যবহার করতে বাধা৷ কোন জায়গায় একটি গামছা পর্যন্ত দিতে চায়না মানুষ৷ যদি কোন প্রয়োজনে আসতে হয়, আমাদের থেকে ২০ হাত দূরে দাড়িয়ে থাকে। এমন হয়ছে যে গোসল করানোর জন্য রাতের আঁধারে একটি বালতি চাইলে কেউ দিতে রাজি হয়নি৷ পরে টিম সদস্যদের বাড়ি থেকে বালতি এনে গোসল দিতে হয়েছে।

টিম সদস্য ও বাংলাদেশ মুজাহিদ কমিটির চাদঁপুর জেলা সাধারন সম্পাদক মাওলানা যোবায়ের হোসেন বলেন, সকল পরিস্থিতিতে আমরা কাজ করতে পারছি এটাই আল্লাহর কাছে শুকরিয়া৷ সকল রাজনৈতিক দল, প্রশাসন ও আলেম-ওলামা আমাদের প্রশংসা করছে এবং আমাদের টিমের জন্য বিভিন্ন মসজিদে দোয়া হচ্ছে।

ইসলামী যুব আন্দোলন এর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ হেলাল আহমেদ বলেন, আল্লাহর শোকর যে পীর সাহেব চরমোনাই এর নির্দেশে আমরা জনগনের সেবা করে যাচ্ছি এবং আমরন করতে চাই।

টিমের আর এক সদস্য ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি মো: নেছার উদ্দিন বলেন, আল্লাহর শোকর আমরা মানবতার সংগঠন করছি ও এই মুহূর্তে সেবা দিতে পারছি৷ তিনি আরো বলেন, আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি, থাকবো৷ সকল পরিস্থিতিতে তাদের সেবা করে যাবো৷



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d/

0 Comments