পটুয়াখালীতে ১০ লক্ষ চারা গাছ বিতরন করেন জেলা প্রশাসক

মুহাম্মাদ ইমাম হোসেনঃ (পটুয়াখালী জেলা প্রতিনিধি): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী স্মরণে এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় দশ লক্ষ চারা গাছ বিতরণ ও রোপন করা হয়েছে।

চারা রোপনের এই মহতী উদ্যোগের স্মৃতিকে ধরে রাখাতে এবং পরবর্তী উদ্যোক্তাদের গাইডলাইন হিসেবে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর নির্দেশনা এবং তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু স্মরণে সবুজের শরণে’ শীর্ষক একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়েছে । স্মারকগ্রন্থটিকে মূল্যবান বাণী দিয়ে ঋদ্ধ করেছেন জনাব শেখ ইউসুফ হারুন, সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; জনাব আব্দুল মালেক, তথ্য কমিশনার (সিনিয়র সচিব); জনাব ফয়েজ আহমেদ, সদস্য, বাংলাদেশ কর্ম-কমিশন; জনাব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।

আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী ৷ জনাব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ ৷ জেলা প্রশাসনের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷



source https://deshdunianews.com/%e0%a6%aa%e0%a6%9f%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

0 Comments