কিস্তির টাকা দিতে না পারায় ভ্যানচালককে পিটিয়ে আহত করল সমিতির লোক

এস.কে নাজমুল হাসান (খুলনা জেলা প্রতিনিধি)

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় মফিজুল ইসলাম মোড়ল নামের এক ভ্যানচালককে পিটিয়ে আহত করেছে “সৃষ্টির সেবা” নামে একটি সমিতির লোকজন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চিংড়া গ্রামস্থ মৃত আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে হত দরিদ্র মফিজুল ইসলাম ডুমুরিয়া বাজারস্থ ‘সৃষ্টির সেবা’ নামক একটি সমিতি থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করে আসছে।

কিন্তু সম্প্রতি শারীরিক অসুস্থতা ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মফিজুল ইসলাম নিরুপায় হয়ে পড়ায় কয়েকটি কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হন তিনি ৷

এমতবস্থায় সমিতির কিস্তি আদায়কারী উত্তর চিংড়া এলাকার রফিকুল ইসলাম বাগাতী গত মঙ্গলবার তার বাড়ীতে গিয়ে কিস্তির টাকা না পেয়ে বাড়ীতে থাকা ছাগল নিতে জোর চেষ্টা চালায়। এক পর্যায়ে এলাকাবাসির অনুরোধে সে ছাগলটি রেখে ফিরে যায়।

পরদিন সকালে মফিজুলকে একা পেয়ে সমিতির কিস্তি আদায়কারী তার কয়েকজন সহযোগি নিয়ে তার উপর হামলা চালায়। সে ভ্যান চালককে তারা পিটিয়ে আহত করে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার উপজেলা নির্বাহী অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ৷ শাহনাজ বেগম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি ৷ বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ডুমুরিয়া থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be/

0 Comments