করোনায় মাঠে থেকে প্রশংসাপত্র পেলেন এসিল্যান্ড সাখাওয়াত

ইব্রাহিম খলিলঃ (নলছিটি প্রতিনিধি) কাজের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র পেয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলায় দায়িত্বরত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন। বিশ্বব্যাপী মরণব্যাধি করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে অকুতোভয় সমর-যোদ্ধা হিসেবে মাঠ পর্যায়ে বিশেষ অবদানের জন্য তাকে প্রশংসাপত্র দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী স্বাক্ষরিত এই প্রশংসাপত্রটি পেয়েছেন তিনি।

সৃজনশীল ও ভালো কাজে আরো উৎসাহ দিতে গত ১৯ জুন ২০২০ ইং তারিখে তাঁকে এই অভিনন্দনপত্র পাঠানো হয়েছে।

৩৪তম বিসিএসের এই কর্মকর্তা পটুয়াখালী জেলার কৃতি সন্তান। তিনি গত বছরের ৪ এপ্রিল ২০১৯ ইং সালে নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। এরপর থেকেই কর্মদক্ষতা,সততা, নিষ্ঠা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে উপজেলা প্রশাসনের একজন যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। করোনা মহামারীতে তিনি জীবনের ঝুঁকি নিয় নলছিটি উপজেলা বাসীর সেবায় শুরু থেকে অধ্যবদি নিয়োজিত আছেন।

প্রশংসাপ্রাপ্তির বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, প্রশংসাপত্র হচ্ছে কাজের স্বীকৃতি। আর স্বীকৃতি পাওয়া মানে কাজের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ বেড়ে যাওয়া। কর্তব্য পালনের জন্য যদি প্রশংসা পাওয়া যায় তাহলে কাজের গতি আরো কয়েকগুণ বেড়ে যায়। চলমান করোনার কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। জেলা প্রশাসক ঝালকাঠি, উপজেলা নির্বাহী অফিসার নলছিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন এবং ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। এই ভালোবাসা আমাকে আরো বেশি সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী হতেও সাহস যোগায়।



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%be/

0 Comments