নরসিংদী জেলা হাসপাতালে ২০ শয্যা আইসিইউ দিচ্ছেন মজিদ মোল্লা ফাউন্ডেশন

তানিম ইবনে তাহের: (নরসিংদী জেলা প্রতিনিধি)

বৈশ্বিক করোনা মহামারি আক্রান্ত রোগীদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নরসিংদীর জেলা হাসপাতালে বিশিষ্ট ২০ টি ইনটেনসিভ আইসিইউ বেড নির্মাণের উদ্যোগ নিয়েছেন নরসিংদীর দানবীর, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।

আজ বুধবার (১৭ জুন) বিকেলে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইসিইউ নির্মাণে দ্রুত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সভায় জেলা প্রশাসক সভাপতির বক্তবে সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নরসিংদীতে করোনা ভাইরাস শনাক্ত রোগী ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে জেলায় ১ হাজার ১ শত ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এর মধ্যে মারা গেছেন ২১ জন। আক্রান্ত রোগীদের দ্রুত সর্বোচ্চ সেবা নিশ্চিতকল্পে কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই সিস্টেম ও আইসিইউ বেড নির্মাণ জরুরি। আর এই বিষয়ে বেসরকারিভাবে মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা আর্থিকভাবে সাহায্য করে আমাদের পাশে থাকতে চান। তাই আমরা উনার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুততার সঙ্গে গ্রহণ করেছি।

ফারহানা কাউনাইন আরো বলেন,জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণে দ্রুত কর্মপরিল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে আমরা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি।

কমিটির সদস্যরা হলেন, করোনা ডেডিগেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এম এন মিজানুর রহমান, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. মোজাম্মেল হক কমল ও গণপূর্ত নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস, জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।



source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a8/

0 Comments