দেশ দুনিয়া নিউজ ডেস্ক:: ক্রোম ওয়েব ব্রাউজারটি দ্রুত, সিম্পল ও নিরাপদ, যা তৈরি করা হয়েছে আধুনিক ওয়েবের জন্য। ক্রোমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে সম্ভাব্য সব ক্ষেত্রেই দ্রুতগতিতে কাজ করে। ক্রোম ডেস্কটপ থেকে দ্রুত স্টার্ট হয়ে মুহূর্তের মধ্যে ওয়েব পেজ লোড করে এবং রান করে কমপ্লেক্স ওয়েব অ্যাপিস্নকেশন। ক্রোমের ব্রাউজার উইন্ডো স্ট্রিমলাইনড, ক্লিন ও সিম্পল।
যেমন- আপনি একই বক্স ও অ্যারেঞ্জ ট্যাব থেকে খুব সহজে এবং দ্রুতগতিতে সার্চ করতে পারবেন। ক্রোম ব্রাউজারকে ডিজাইন করা হয়েছে ওয়েবে বিল্টইন ম্যালওয়্যার ও ফিশিং প্রোটেকশন, অটো-আপডেটসহ অধিকতর নিরাপদভাবে থাকার জন্য, যাতে আপনি সর্বাধুনিক সিকিউরিটি ফিক্সসহ নিশ্চিত থাকতে পারেন।
তবে নিজেদের অজান্তেই গোপন নজরদারির শিকার ক্রোম ব্রাউজারের ভুয়া এক্সটেনশন ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের দ্রুত সার্চ সেবা দেওয়ার প্রলোভনে এ ধরনের ১১১টি ভুয়া বা সন্দেহজনক এক্সটেনশনের সন্ধান পেয়েছে ‘অ্যাওয়াক সিকিউরিটি’।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানটির দাবি, ভুয়া এক্সটেনশনগুলো ব্যবহারকারীর ডিভাইস থেকে গোপনে স্ক্রিনশট, লগইন তথ্য ও পাসওয়ার্ড সংগ্রহ করে। এরই মধ্যে তিন কোটি ২০ লাখেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে এক্সটেনশনগুলো। তাই নিজেদের তথ্য সুরক্ষায় এসব এক্সটেনশন ব্যবহারে সতর্ক হোন।
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%ae-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6/
0 Comments